TMC Councillor : কালীপুজোর (Kali Puja 2022) পর শোকজ করা হয়েছিল সিউড়ির দুই কাউন্সিলরকে। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে কালীপুজোর অনুষ্ঠানে দেখা গিয়েছিল সিউড়ি ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুন্দন দেকে।
হাইলাইটস
- কালীপুজোর পর শোকজ করা হয়েছিল সিউড়ির দুই কাউন্সিলরকে
- শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁদের পুজো দিতে দেখা গিয়েছিল
- শোকজের উত্তর সন্তোষজনক হওয়ায় তাঁদের দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে
শুভেন্দুর সঙ্গে পুজো দুই কাউন্সিলরের
কালীপুজোর (Kali Puja 2022) সময় সিউড়ি পুরসভার (Suri municipality) দুই কাউন্সিলরকে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে পুজো দিতে। আর তারপরেই বীরভূম জেলায় শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। যদিও সংবাদ মাধ্যমকে “সৌজন্য সাক্ষাৎ” বলেই এই ঘটনার ব্যাখ্যা দিয়েছিলেন ওই দুই কাউন্সিলর। আর তারপরেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের তরফে শোকজ করা হয় ওই দুই কাউন্সিলরকে। রবিবার ওই দু’জন কাউন্সিলর লিখিতভাবে কারণ জানান দলকে। তারপর জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে সেই দুই কাউন্সিলরকে নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, তাঁদেরকে দলেই রাখা হবে এবং তাঁরা দলের হয়ে কাজ করবেন।
আচমকা শুভেন্দু সাক্ষাৎ
ঘটনা প্রসঙ্গে, তৃণমূল কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, “আমি প্রতি বছরই পুজোর আগে বামনী কালী মন্দিরে যাই। এ বছরও গিয়েছিলাম। মন্দিরে থাকাকালীন হঠাৎই দেখতে পাই শুভেন্দু অধিকারী সেখানে এসেছেন। বিগত দিনে একই দলে থাকার সুবাদে তিনি আমার পূর্ব পরিচিত। তাই তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি। মায়ের মন্দিরে আবার রাজনীতি কীসের? আর এমনিতেও এটাই তৃণমূলের সংস্কৃতি। প্রতিটা বিরোধী দল ও তাঁদের কর্মীদের সম্মান করা। আমিও তৃণমূলের আদর্শ মেনে তাই করেছি। এখানে রাজনৈতিক রং লাগানোর কিছু নেই।” নিজেদের অবস্থান স্পষ্ট করে দলের শোকজের জবাব দেন এই দুই কাউন্সিলর।
প্রসঙ্গত, বীরভূম জেলার সিউড়ির বেশ কয়েকটি কালীপুজো উদ্বোধন করতে সিউড়ি আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিউড়ি রেড রোজ, ত্রিনাথ আখড়া, কালিবাড়ি সহ বামনী কালী মন্দিরে যান বিজেপি বিধায়ক। সেই বামনী কালী মন্দিরে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা যায় সিউড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও সিউড়ি 9 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায় ওরফে উতুকে। সঙ্গে ছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুন্দন দে। সেই মুহূর্তের ভিডিয়ো শুভেন্দু অধিকারী নিজের ফেসবুক পেজে পোস্ট করতেই শুরু হয় বিতর্ক। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়েছিল জেলার মধ্যে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
