জানা গিয়েছে, কাঁকসা ব্লকের ৩২৭ টি কেন্দ্রে চাল ডাল সহ খাদ্য সামগ্রী সরবরাহ বন্ধ বলে অভিযোগ৷ সেই কারণে ICDS কেন্দ্রের কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি। এলাকাবাসীদের ক্ষোভের মুখেও পড়তে হচ্ছে পড়তে হচ্ছে বলে দাবি ICDS কেন্দ্রের কর্মীদের৷ এবার সময়ে চাল-ডাল পাওয়ার দাবিতে সোমবার কাঁকসার BDO র কাছে ডেপুটেশন দিলেন এই ব্লকের ICDS কেন্দ্রের কর্মীরা। তাঁদের দাবি, গত তিন মাস আগে তাঁদের সেন্টারে খাদ্য সামগ্রী পাঠানো হয়েছিল৷ তারপর থেকে আর কোনও খাদ্য সামগ্রী পাঠানো হয়নি। এর ফলে ICDS কেন্দ্রের অধীনে থাকা ছোট ছোট শিশু এবং গর্ভবতী মায়েদের কোনওভাবে তাঁরা খাবার দিতে পারছেন না। বারবার এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বলেও দাবি তাঁদের। কাঁকসার BDO যাতে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন, সেই আবেদন নিয়ে তাঁর দারস্থ হয়েছেন বলেও জানান তাঁরা।
ICDS কেন্দ্রের কর্মী চৈতালি মজুমদার রায় বলেন, ‘‘আমরা সেপ্টেম্বর মাস থেকে ICDS কেন্দ্রের জন্য কোনও সবজির বিল পাচ্ছি না৷ এখন নভেম্বর মাস হয়ে গেল৷ দিনের পর দিন আমাদের কোনও দোকানদারই ঋণে সবজি দেবে না৷ বিল না হওয়া পর্যন্ত আমরা খাবারটা বন্ধ রাখছি, তবে সেন্টার খোলা থাকবে৷’’ তিনি আরও বলেন, ‘‘আমরা BDO র কাছে আবেদন জানালাম৷ উনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন৷’’ ICDS কেন্দ্রের কর্মী লক্ষ্মীরানি সোরেনে বলেন, ‘‘আমাদের সবজির বিলও যেমন আসছে না, তেমনই চাল-ডালও দেওয়া হচ্ছে না৷ শিশুরা আহারের কোনও সুবিধাই পাচ্ছে না৷ আমরা চাল-ডালটা সময়ে দেওয়ার অনুরোধ জানালাম৷’’
তিনি আরও বলেন, ‘‘এলাকাবাসীকে বোঝাতে হচ্ছে৷ তারা ভাবছে আমরাই হয়তো কিছু করছি৷ অনেকে বুঝতেও চাইছে না৷ এলাকাবাসীকে বোঝানোটা খুবই কঠিন হয়ে যাচ্ছে৷ জয়েন্ট BDO কে জানালাম৷ উনি ওপরমহলে জানানোর আশ্বাস দিয়েছেন৷’’ এখন দেখার কবে মেটে ICDS কেন্দ্রের চাল-ডাল সরবরাহের সমস্যা৷ আর ৩২৭টি কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিল আসছে না বলে জানালেন কাঁকসা পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ বুলু রায়৷