শুভেন্দু অধিকারীর পর এবার রাজ্যের টেটে উত্তীর্ণ চাকরিপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)! সূত্রের খবর, টেট পাশ করা চাকরিপ্রার্থীদের তালিকায় এই নামটি রয়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গত ১১ নভেম্বর ২০১৪ সালের টেট উত্তীর্ণদের নামের তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর সেখানেই নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), সুজন চক্রবর্তী (Sujan Chakraborty), দিলীপ ঘোষের (Dilip Ghosh) নাম। বাদ পড়েনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও। এমনকী রয়েছে পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালেনর নামও রয়েছে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের তালিকায়।

2014 TET Result West Bengal : টেট চাকরিপ্রার্থীদের তালিকায় শুভেন্দু-সুজন-দিলীপ! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ আইনজীবীরা
কাকতালীয় নাকি ইচ্ছাকৃত?

পর্ষদের প্রকাশিত ২০১৪ সালের টেট উত্তীর্ণদের (2014 Primary TET Result) তালিকায় মুখ্যমন্ত্রী সহ রাজনৈতিক নেতা মন্ত্রীদের নাম থাকা কি নিতান্তই কাকতালীয়? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারচুপি। এই প্রশ্নই উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। ভুতুড়ে টেটের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী শিবির। ইতিমধ্যেই এই মর্মে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। এই ঘটনায় তদন্তের দাবিও তুলেছেন তাঁরা।

TET Scam Case : টেটে ফের নম্বর জালিয়াতি! পর্ষদের তালিকায় উত্তীর্ণ প্রার্থী আদতে পরীক্ষায় ফেল
কী বক্তব্য প্রাথমিক শিক্ষা পর্ষদের?

২০১৪ সালের প্রাইমারি টেটের (2014 Primary TET Result) এই তালিকায় রাজনৈতিক নেতা মন্ত্রীদের নাম থাকা নিয়ে পর্ষদ সভাপতি জানিয়েছেন, টেকনিক্যাল টিমকে দিয়ে গোটা বিষয়টা খতিয়ে দেখা হবে। টেকনিক্যাল টিম গোটা বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখবে। এই নামগুলো সঠিক অর্থাৎ এই নামেই আবেদন এসেছিল বলেই মনে করছে পর্ষদ। হাইকোর্টের নির্দেশে ২০১৪ এর প্রাথমিকের টেটের মেধা তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ১১ ই নভেম্বর তালিকা প্রকাশ করা হয় পর্ষদের তরফে। প্রায় ১ লক্ষ ২৫ হাজার প্রাথীদের নামের তালিকা প্রকাশ করে পর্ষদ। কর্তৃপক্ষের দাবি, তালিকায় নেতানেত্রীদের নামের সাদৃশ্য নাম থাকা নিতান্তই কাকতালীয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version