Purba Medinipur News : ‘ফটোগ্রাফির’ প্রতি অগাধ ভালোবাসা আর নিষ্ঠা কোলাঘাটের সৌরভকে এনে দিল শ্রেষ্ঠত্বের শিরোপা। বিশ্বশান্তি ফটোগ্রাফি প্রতিযোগিতায় (Global Peace Photography) প্রথম স্থান অর্জন করল পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার কোলাঘাটের (Kolaghat) যুবক।

হাইলাইটস
- বিশ্বশান্তি ফটোগ্রাফি প্রতিযোগিতায় (Global Peace Photography) প্রথম স্থান অর্জন করল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের যুবক সৌরভ দাস।
- ‘ফটোগ্রাফির’ প্রতি অগাধ ভালোবাসা আর নিষ্ঠা তাঁকে এন দিল শ্রেষ্ঠত্বের শিরোপা।
- পুরস্কার তুলে দেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভেনডের বেলেন।
সৌরভের পরিবার সূত্রে খবর, Panasonic HS 25 ক্যামেরায় তোলা একটি ছবি ২০১৫ সালে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়। আর সেখান থেকেই সৌরভ বুঝতে পারে অধ্যাবসায়, জেদ ও স্থির লক্ষ্য থাকলে মনের ইচ্ছা বাস্তবে রূপায়িত হওয়াটা সময়ের অপেক্ষা। এরপর আর থেমে থাকেনি সৌরভ। ২০১৬ সালে কলকাতার ছায়াপথ থেকে ফটোগ্রাফির উপর বেসিক কোর্স করে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ে। দেশের ভেতরে ও বাইরে বহু পুরস্কারে সৌরভ বারেবারে সম্মানিত হয়েছেন। প্রথম দিকে স্ট্রিট বা পোট্রেট ফটোগ্রাফিতে নেশা থাকলেও এখন তিনি বেশি জোর দিয়েছেন ডকুমেন্টারিতে।
২০১৯ সালে ন্যাশনাল মিউজিয়াম দিল্লি থেকে বেঙ্গল কালচারের উপর সৌরভের তোলা ২০ টি ছবি প্রদর্শিত হয়। ওই বছরই দুবাইতে অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম সন্মানিত Hamdan International Photography Award প্রতিযোগিতা। সেখানেও ‘ওয়াটার বিভাগে’ বিশ্বে চতুর্থ হয় সৌরভ। বিশ্বের দরবারে সেই প্রথম ভালোভাবে পরিচিত হওয়া তাঁর। করোনা থাকায় সে বছর আর দুবাই যাওয়া হয়ে ওঠেনি। পুরস্কার তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিল। এরপর ২০২১ সালে UNICEF থেকে পাওয়া ‘ফটোগ্রাফ অফ দ্য ইয়ার’ আলোকচিত্রী সৌরভরে চলার পথে এক নতুনমাত্রা এনে দেয়।
২০২২ এ অস্ট্রিয়ান পার্লামেন্টে অনুষ্ঠিত এই ওয়ার্ল্ড পিস ফটোগ্রাফি প্রতিযোগিতায় এবার এল শীর্ষস্থানের শিরোপা। আগামীকাল সৌরভ ভিয়েনা থেকে দমদম, সেখান থেকে সকাল ৯টায় কোলাঘাটে পৌঁছবে। তারপর তাঁকে কোলাঘাটবাসীর পক্ষ থেকে গৌরাঙ্গ ঘাটে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
