Jalpaiguri News : অবশেষে বুধবার থেকে সরকারি ভাবে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে (Jalpaiguri Medical College) ছাত্র ছাত্রীদের নিয়ে পঠনপাঠন শুরু হল। কলেজে ক্লাস শুরু হওয়ায় খুশি অভিভাবক থেকে শুরু করে পড়ুয়ারা।

হাইলাইটস
- বুধবার থেকে সরকারি ভাবে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে শুরু হল পঠনপাঠন
- মোট ৮২ জন ছাত্রছাত্রী এ বছর ভর্তি হয়েছে এই মেডিক্যাল কলেজে
- কলেজ শুরু হওয়ার পর খুশি পড়ুয়া থেকে অভিভাবক সবাই
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই শুরু জমি খোঁজার কাজ
জলপাইগুড়িতে মেডিক্যাল কলেজ তৈরি করা হবে বলে ২০১৭ সালের মার্চ মাসে জলপাইগুড়িতে এসে এই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর থেকেই কলেজের জন্য জমি খোঁজার কাজ শুরু করেছিল জেলা প্রশাসন। শহরের সুপার স্পেশ্যালিটি হাসপাতালের (Jalpaiguri Superspeciality Hospital) উলটো দিকে ১৬ একর জমি এবং ফার্মাসি কলেজের মাঠ নিয়ে মোট ২১ একর চিহ্নিত করা হয়েছিল।
মেডিক্যাল কলেজে অবশেষে শুরু হল পড়াশোনা
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের (Super Speciality Hospital) উলটো দিকে ৩২৫ কোটি টাকা ব্যয়ে করে তৈরি হওয়া জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের স্থায়ী পরিকাঠামোর ভার্চুয়ালি শিলান্যাস করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য শিক্ষা দফতর থেকে ঘোষণা করা হয়েছিল যে ১০০ আসন নিয়ে চলতি শিক্ষা বর্ষে থেকেই অস্থায়ী পরিকাঠামোতেই মেডিক্যাল কলেজের পঠন পাঠান শুরু করা হবে। দফতরের ওই ঘোষণা অনুসারে অবশেষে বুধবার সরকারি ভাবে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পঠন পাঠন শুরু করা হল। কলেজ সূত্রের খবর, বিভিন্ন জায়গা থেকে মোট ৮২ জন ছাত্র ছাত্রীদের নিয়ে শুরু হল মেডিক্যাল কলেজের পথ চলা।
কলেজ চালু হওয়ায় খুশি পড়ুয়ারা
প্রথম বর্ষের ছাত্র প্রতীক দাস বলেন, “স্বপ্নপূরণের আনন্দ তো আছেই সঙ্গে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেও খুবই ভালো লাগছে। কলেজের পরিকাঠামোও বেশ ভালো।” অন্যদিকে, দুর্গাপুর থেকে ছেলে আর্যদীপকে নিয়ে এসেছেন অনিমেষ দত্ত। তিনি বলেন, “এই কলেজের পরিকাঠামো দেখে আমার ছেলের খুব ভালো লেগেছে। শান্তশিষ্ট এই শহরের পরিবেশ দেখে আমারও বেশ লাগছে। ছেলের ভবিষ্যৎ যদি ভালো তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
