বৃহস্পতিবার শিলিগুড়িতে (Siliguri News) এক সরকারি অনুষ্ঠানে যোগ দিতে উত্তরবঙ্গে আসেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। বৃহস্পতিবার শিলিগুড়ির (Siliguri) শিবমন্দির থেকে সেবকের ক্যান্টনমেন্ট পর্যন্ত রাস্তার শিলান্যাস করতে এসেছিলেন নীতিন। দার্জিলিং মোড়ের (Darjeeling More) কাছে দাগাপুর মাঠে এদিন ছিল সেই অনুষ্ঠান। সেই অনুষ্ঠান মঞ্চেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বলে খবর ছড়ায়. ডাকা হয় চিকিৎসককে।
চিকিৎসক পি ডি ভুটিয়া (PD Bhutiya) সাংবাদিকদের জানান, মন্ত্রী ভালো আছেন। এমনকী ভিডিয়ো কনফারেন্সে নিজের বাকি কাজ সারছেন বলে জানান চিকিৎসক। প্রথমে মন্ত্রীর শরীরে সুগার কমে যাওয়ায় বলে খবর আসলেও ডঃ পিডি ভুটিয়া সেই খবর উড়িয়ে বলেন, নীতিন গড়করি সুগার নিয়ন্ত্রণেই আছে। এমনকী ইসিজি-তেও কোনও সমস্যা নেই। তবে কেন্দ্রীয় মন্ত্রী যে সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন তা স্বীকার করেন চিকিৎসক এবং জানান, সম্ভবত দীর্ঘক্ষণ রোদে, পাখা ছাড়া অবস্থায় কাটানোর জন্য হয়তো অস্বস্তি অনুভব করেন। তাতেই অথবা কাজের চাপের কারণে হয়তো অস্বস্তি বোধ করছিলেন। উল্লেখ্য, সুগারের সমস্যা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। এর আগেও সরকারি অনুষ্ঠানের মঞ্চে অসুস্থ হয়ে পড়ার উদাহরণও দেখা গিয়েছে।
মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৎক্ষণাৎ ফোন করেন শিলিগুড়ির কমিশনারকে এবং কেন্দ্রীয় মন্ত্রীর চিকিৎসার সমস্ত খেয়াল রাখতে নির্দেশ দেন। ১২০৬ কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গে শিলিগুড়িতে (Siliguri) নির্মিত হতে চলেছে তিনটি জাতীয় সড়ক। এই রাস্তা নির্মাণ হলে উত্তরবঙ্গে পর্যটনে (North Bengal Tourism) আরও গতি আসবে। সেই অনুষ্ঠানেই সামিল হন মন্ত্রী।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
