Duronto Express : দুরন্ত থেকে ৩ সন্তান নিয়ে নিখোঁজ মা – one woman with three child lost from duronto express at asansol


বিশ্বদেব ভট্টাচার্য, আসানসোল

ট্রেনে ৩ সন্তানকে নিয়ে দিল্লি যাচ্ছিলেন মা। কিন্তু চার দিন খোঁজই মেলেনি তাঁদের। গত সোমবার নিখোঁজের পর শুক্রবার বিকেলে তাঁরা ফিরেছেন হরিয়ানার পানিপথের বাড়িতে। কিন্তু মাঝের চার দিন তাঁরা গেলেন কোথায়? ঘটেছিলই বা কী? অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

Howrah Station : হাওড়া স্টেশনের ওভারহেড পোস্টে মানসিক ভারসাম্যহীন, বন্ধ ট্রেন চলাচল
আসানসোল থেকে দুরন্ত এক্সপ্রেসে ৩ সন্তানকে নিয়ে উঠেছিলেন জ্যোতিপ্রসাদ। তাঁর বড় জামাইবাবু পাণ্ডবেশ্বরের হরিপুরের বাসিন্দা অশোক প্রসাদ লিখিত ভাবে রেল আধিকারিক ও আরপিএফের (RPF) কাছে জানান, শ্যালিকা জ্যোতিপ্রসাদ ও তাঁর ৩ সন্তানকে তিনি দুরন্ত এক্সপ্রেসের এস ফাইভ কামরায় তুলে দিয়েছিলেন। ওই দিন বিকেল সাড়ে চারটে নাগাদ অশোক প্রসাদের স্ত্রীর সঙ্গে জ্যোতিপ্রসাদের ফোনে কথাও হয়। কিন্তু বিকেল পাঁচটার পর থেকে ফোন বন্ধ হয়ে যায় জ্যোতিপ্রসাদের। তার পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁদের। অশোক বলেন, “আমরা ভেবেছিলাম হয়তো ফোনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। নিশ্চয়ই বাড়ি ফিরে কথা বলবে। পর দিন বেলা সকাল ৭টা ১৭ মিনিটে ট্রেন দিল্লি পৌঁছয়। শ্যালিকার স্বামী নিখিলেশ প্রসাদ ওদের নিতে দিল্লি স্টেশনে যান।”

Asansol News : ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ ছেলে
অশোক জানান, প্রায় দু’আড়াই ঘণ্টা ধরে ট্রেনের সব বগিতে খোঁজ করেও নিখিলেশ স্ত্রী ও সন্তানদের খোঁজ পাননি। এর পর তিনি সেখানে রেল পুলিশে বিষয়টি জানান। রেল পুলিশ জানিয়ে দেয়, যেখান থেকে জ্যোতিপ্রসাদরা ট্রেনে উঠেছিলেন, সেখানে অভিযোগ জানাতে হবে। এর পর বিষয়টি জানানো হয় আসানসোল আরপিএফে (Asansol RPF)।

ইতিমধ্যে জ্যোতিপ্রসাদের সঙ্গে যোগাযোগের বহু চেষ্টা করা হলেও ফোনে তাঁকে পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার নিখিলেশ প্রসাদ দিল্লি থেকে তাঁর পৈতৃক বাড়ি বিহারের বারে রওনা হন। শুক্রবার দুপুরে তিনি এসে পৌঁছন সেখানে। ইতিমধ্যে এদিন সন্ধ্যায় অশোক প্রসাদের শাশুড়ি পানিপথের বাড়ি থেকে জানান, তিন সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছেন জ্যোতিপ্রসাদ। কিন্তু এতদিন তাঁরা কোথায় ছিলেন, ফোনে কেন যোগাযোগ করা যায়নি তার কোনও সদুত্তর মেলেনি। স্ত্রীর বাড়ি ফেরার সংবাদ পেয়ে নিখিলেশ প্রসাদও এদিন রাতে রওনা দেন দিল্লির উদ্দেশে।

Asansol News : প্রেমিকের জন্মদিনে আসানসোলের এসে হরিয়ানার যুবতীর রহস্যমৃত্যু
দুরন্ত এক্সপ্রেসের মতো ট্রেন থেকে রহস্যজনক ভাবে এই নিখোঁজের ঘটনায় যাত্রীসুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে, এক মহিলা তাঁর ৩ নাবালক সন্তানকে নিয়ে আসানসোল থেকে ট্রেনে উঠলেন, তাঁদের আসন সংরক্ষণ দিল্লি পর্যন্ত, অথচ মাঝপথে তাঁরা কোথায় গেলেন তার খবর কেন থাকবে না ট্রেনের কোচ অ্যাটেনড্যান্ট বা টিকিট চেকারদের কাছে? রেলের প্রবীণ আধিকারিকরা জানাচ্ছেন, ওই কর্মীদেরই উচিত ছিল বিষয়টি রেলের সর্বস্তরে জানানো। আসানসোল আরপিএফের এক আধিকারিক জানান, অভিযোগ পেয়ে তাঁরা স্টেশনের সিসিটিভি (CCTV) ফুটেজ দেখেন। তাতে যাত্রীদের ট্রেনে উঠতে দেখা গিয়েছে। কিন্তু দিল্লির সিসিটিভি (CCTV) ফুটেজ শুক্রবার দুপুর পর্যন্ত তাঁদের হাতে আসেনি। আসানসোল ডিভিসনের সিনিয়র সিকিউরিটি কমিশনার রাহুল রাজ বলেন, “অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *