North 24 Parganas News : ‘…জিভ কেটে ফেলে দেব!’ তৃণমূল নেতার মন্তব্য নিয়ে শোরগোল – bilkanda trinamool president threatens to cut out tongues for speaking bad comment about mamata and abhishek banerjee


Produced by Suman Majhi | Lipi | Updated: 21 Nov 2022, 7:05 pm

পঞ্চায়েত নির্বাচনের আগে ক্রমশই পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সম্পর্কে কুকথা বলতে শুনলেই তাদের জিভ কেটে ফেলার হুঁশিয়ারি দিলেন বিলকান্দা ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস। ​

 

Trinamool Congress President
নিজস্ব ছবি

হাইলাইটস

  • পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি।
  • এবার মমতা ও অভিষেক সম্পর্কে কুকথা শুনলেই জিভ কেটে ফেলার হুঁশিয়ারি।
  • নিউ ব্যারাকপুরের বিলকান্দাতে মিছিলে এই হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস।
West Bengal News পঞ্চায়েত ভোট (Panchayat Elections) যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলির বক্তব্যে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। কখনও তৃণমূলের মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতিকে নিয়ে করা কুরুচিকর মন্তব্য তো কখনও বিরোধী দলনেতার রাজ্যের মন্ত্রী ও বিধায়ককে নিয়ে আপত্তিকর মন্তব্যে পঞ্চায়েত নির্বাচনের আগে ক্রমশই পারদ চড়ছে৷ এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সম্পর্কে বিরোধীদের কুকথা বলতে শুনলেই তাদের জিভ কেটে ফেলার হুঁশিয়ারি দিলেন বিলকান্দা ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস। সোমবার নিউ ব্যারাকপুরের (New Barrackpore) বিলকান্দাতে এক প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি৷

Suvendu Adhikari : বিরবাহাকে কুরুচিকর মন্তব্য! সিঙ্গুরের পর এবার শ্রীরামপুর থানায় শুভেন্দুর নামে FIR
এদিন বিলকান্দা ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস বলেন, “BJP-র পথসভায় আমাদের নেত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়য়ের নামে যেসব ভাষা প্রয়োগ করা হয়, তা না করাই ভালো৷” তাঁর দাবি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, যে বা যারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, দল তাদের পাশে দাঁড়াবে না, আইন আইনের পথে চলবে। কিন্তু তারপরও BJP র ছোট-বড় নেতারা মঞ্চ এবং বিভিন্ন পথসভা থেকে মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক সম্বন্ধে নানা কথা বলে চলেছেন, তা তাঁরা মেনে নিতে পারছেন না বলে দাবি করে তিনি হুঁশিয়ারি দেন, ‘‘আমাদের মুখ্যমন্ত্রী এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেউ যদি অশ্লীল ভাষায় কথা বলেন, তার জিভ কেটে ফেলে দেব এবং বিলকান্দা মোড় থেকে তাদের স্ট্রেচারে করে যেতে হবে, পায়ে হেঁটে যেতে পারবে না৷’’
তাঁর এই হুঁশিয়ারির পরই BJP নেতা তন্ময় গুহ পালটা সন্ত্রাসের অপর নাম তৃণমূল বলে দাবি করেন৷

Shuvendu Adhikari : ‘মানসিক সুস্থতা কামনা করি…!’ ডাকঘরে একাধিক চিঠি, শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগও দায়ের সিঙ্গুর থানায়
Dilip Ghosh : ‘…দম থাকলে নিজের পয়সায় সিকিউরিটি রাখুক!’ অভিষেককে আক্রমণ দিলীপের
তিনি বলেন, “তৃণমূল দলটা একেবারে শেষ সীমায় পৌঁছে গিয়েছে৷ এদের পায়ের নীচে মাটি নেই৷ ওদের এখন হুমকি, গালিগালি ছাড়া বলার কোনও ভাষা নেই৷ ভোট পাবে না জেনেই সন্ত্রাসের আবহ তৈরি করার চেষ্টা করছে৷’’ তাঁর দাবি, ২০১৮ তে BJP র অনেক কর্মী মারা গিয়েছেন৷ তবে যতই সন্ত্রাস করুক, BJP এবার মাঠে লড়াই করবে। কাউকে জমি ছেড়ে দেওয়া হবে না বলেও জোরা গলায় জানিয়ে দেন তিনি৷ আর এই সমস্ত হুঁশিয়ারির বিরুদ্ধে উচ্চ নেতৃত্ব ও লিগ্যাল সেলের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি৷ আর এদিকে রাজনৈতিক বাকবিতণ্ডায় বিলকান্দার মাটি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে৷

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *