পঞ্চায়েত নির্বাচনের আগে ক্রমশই পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সম্পর্কে কুকথা বলতে শুনলেই তাদের জিভ কেটে ফেলার হুঁশিয়ারি দিলেন বিলকান্দা ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস।

হাইলাইটস
- পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি।
- এবার মমতা ও অভিষেক সম্পর্কে কুকথা শুনলেই জিভ কেটে ফেলার হুঁশিয়ারি।
- নিউ ব্যারাকপুরের বিলকান্দাতে মিছিলে এই হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস।
এদিন বিলকান্দা ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস বলেন, “BJP-র পথসভায় আমাদের নেত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়য়ের নামে যেসব ভাষা প্রয়োগ করা হয়, তা না করাই ভালো৷” তাঁর দাবি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, যে বা যারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, দল তাদের পাশে দাঁড়াবে না, আইন আইনের পথে চলবে। কিন্তু তারপরও BJP র ছোট-বড় নেতারা মঞ্চ এবং বিভিন্ন পথসভা থেকে মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক সম্বন্ধে নানা কথা বলে চলেছেন, তা তাঁরা মেনে নিতে পারছেন না বলে দাবি করে তিনি হুঁশিয়ারি দেন, ‘‘আমাদের মুখ্যমন্ত্রী এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেউ যদি অশ্লীল ভাষায় কথা বলেন, তার জিভ কেটে ফেলে দেব এবং বিলকান্দা মোড় থেকে তাদের স্ট্রেচারে করে যেতে হবে, পায়ে হেঁটে যেতে পারবে না৷’’
তাঁর এই হুঁশিয়ারির পরই BJP নেতা তন্ময় গুহ পালটা সন্ত্রাসের অপর নাম তৃণমূল বলে দাবি করেন৷
তিনি বলেন, “তৃণমূল দলটা একেবারে শেষ সীমায় পৌঁছে গিয়েছে৷ এদের পায়ের নীচে মাটি নেই৷ ওদের এখন হুমকি, গালিগালি ছাড়া বলার কোনও ভাষা নেই৷ ভোট পাবে না জেনেই সন্ত্রাসের আবহ তৈরি করার চেষ্টা করছে৷’’ তাঁর দাবি, ২০১৮ তে BJP র অনেক কর্মী মারা গিয়েছেন৷ তবে যতই সন্ত্রাস করুক, BJP এবার মাঠে লড়াই করবে। কাউকে জমি ছেড়ে দেওয়া হবে না বলেও জোরা গলায় জানিয়ে দেন তিনি৷ আর এই সমস্ত হুঁশিয়ারির বিরুদ্ধে উচ্চ নেতৃত্ব ও লিগ্যাল সেলের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি৷ আর এদিকে রাজনৈতিক বাকবিতণ্ডায় বিলকান্দার মাটি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে৷
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
