Mithun Chakraborty : ‘আমি রাজনীতি করি না’, বাঁকুড়ার সভামঞ্চে দাবি মিঠুনের – mithun chakraborty addressing public rally in bankura


“আমি রাজনীতির লোক নই, রাজনীতি করি না।” বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়ার (Bankura) মেজিয়ায় দলের এক সভায় BJP সাংসদ, নেতা কর্মীদের মাঝে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। উপস্থিত জনগণকে তিনি সঠিক প্রতিনিধি বেছে নেওয়ার পরামর্শও দেন। তবে সভায় তেমন কোনও বক্তব্য রাখতে দেখা যায়নি তাঁকে। রাজনৈতিক প্রচারে তিনি বাঁকুড়ায় আসেননি বলে জানিয়েছেন।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *