TMC Vs BJP : মহাগুরুর পালটা সভায় বাবুল-মহুয়া, ডিসেম্বরেই পুরুলিয়ায় ঝাঁপাচ্ছে তৃণমূল – mahua moitra and babul supriyo will do a public rally in purulia next month


বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) হতে পারে। তবে এখন থেকেই জোরদার প্রচারে নেমেছে সব রাজনৈতিক দলই। মঙ্গলবারই রাজ্যে এসে পৌঁছন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় প্রচার শুরু করে দিয়েছেন তিনি। বুধবার পুরুলিয়ায় সভা করেন। আর এবার তারই ‘পালটা’ হিসেবে পুরুলিয়ার লধুড়কায় সভা করতে চলেছে তৃণমূল।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *