Embed

Press CTRL+C to copyX

<iframe src=”//tvid.in/1xr81xe9gk/lang?autoplay=false” style=”height: 100%; width: 100%; max-height: 100%; max-width: 100%; visibility: visible;” border=”0″ frameBorder=”0″ seamless=”” scrolling=”no” allowfullscreen=”true” mozallowfullscreen=”true” allowtransparency=”true”></iframe>

বলিউড সুপারস্টার সইফ আলি খানের (Saif Ali Khan) যত বয়স বাড়ছে তাঁর গ্ল্যামার (Glamours) ততই বাড়ছে। এখনও বলে বলে নতুন প্রজন্মের স্টারদের দশ গোল দিতে পারেন পতৌদির নবাব পুত্র (Pataudi Nawab Son) । আর তাই তো ৩০-এর কোঠার নায়িকাদেরও দিব্যি মানিয়ে যায় তাঁর সঙ্গে। বাণী কাপুরের (Vaani Kapoor) সঙ্গে তাঁকে সিলভার স্ক্রিনে এখনও পর্যন্ত দেখা যায়নি। কিন্তু ছোট পর্দায় খুব তাড়াতাড়ি আসতে চলেছেন তাঁরা। গতকালই মুম্বইয়ের বিখ্যাত মেহবুব স্টুডিয়োতে (Mehboob Studio) দু’জনে একসঙ্গে শ্যুট সেরে ফেললেন। আর বিন্দাস মুডে আমরা পেয়ে গেলাম সইফ এবং বাণীকে… দেখুন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version