West Bengal News : দাউ দাউ করে জ্বলছে গাড়ি, অগ্নিদগ্ধ সামনের আসনে বসে থাকা ব্যক্তি – body of a person recovered inside a burning car in bankura sonamukhi jungle


Police Station: জ্বলন্ত গাড়ির (Burning Car) ভিতর থেকে অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। বাঁকুড়া জেলার (Bankura District) সোনামুখী থানা (Sonmukhi Police Station) এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, পাঁচাল এলাকার ফকিরবাঁধ জঙ্গল থেকে অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধারের খবর সামনে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে স্থানীয় প্রচুর মানুষ ঘটনাস্থলে চলে আসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ফকিরবাঁধ জঙ্গলে এক মারতি সেলেরিও (Maruti Suzuki Celerio) গাড়িকে দাউ দাউ করে জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের তরফে সোনামুখী থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ।

Mithun Chakraborty : ‘আমি রাজনীতি করি না’, বাঁকুড়ার সভামঞ্চে দাবি মিঠুনের
পুলিশ এসে গাড়ি পরীক্ষা করতেই সামনের আসনে একজনের অগ্নিদগ্ধ দেহ দেখতে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির সামনে আসনে বসে থাকা ব্যক্তির দেহের সিংহভাগই আগুনে ঝলসে গিয়েছিল। অগ্নিদগ্ধ ব্যক্তির দেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, আগুনে ঝলসে যাওয়া ব্যক্তির সংলগ্ন এলাকার বাসিন্দা হওয়ার সম্ভাবনা প্রবল। বাসিন্দাদের একাংশের দাবি, এই অঞ্চলে আগেও এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল। ওই মহিলাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তারা। এই ঘটনাটিকেও পরিকল্পিত খুন (Murder Case) বলে মত স্থানীয় বাসিন্দাদের।

Murshidabad News: পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে তৃণমূল নেতাকে গুলি করে খুন, নেপথ্যে দলীয় কোন্দল?
ঘটনাটি খুন না দুর্ঘটনা পুলিশের তরফে তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার হওয়া মৃহদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে (Bishnupur District Hospital) পাঠানো হয়েছে। সোনামুখী থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছে, ময়নাতদন্তের পরই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং মৃতের দেহ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হবে। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, তদন্ত শুরু হয়ে গিয়েছে।

Sonarpur Murder Case : লাল্টু নয়, টার্গেট ছিল অন্য কেউ! সোনারপুর শ্যুটআউট কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, একের পর অপরাধের ঘটনা ঘটে যাওয়ার পরও নিরাপত্তা নিয়ে পুলিশ বিশেষ কোনও উদ্যোগ নেয়নি। প্রতিদিনই এই জঙ্গলে অপরাধের ঘটনা বেড়েই চলেছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি ওই এলাকায় নিয়মিত পুলিশি টহলদারির দাবি জানিয়েছেন তাঁরা। স্থানীয় বাপী কুণ্ডু নামের এক বাসিন্দা বলেন, “মনে হচ্ছে মৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দা। তাঁকে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে। এর আগেও জঙ্গলে এই ধরনের ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসন তদন্ত করে বিষয়টি দেখবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *