Vikram Gokhale: প্রয়াত বিক্রম গোখলে, শেষ এক অধ্যায় – legendary actor vikram gokhale passes away at the age of 82


Embed

ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় ফের এক ইন্দ্রপতন। প্রয়াত কিংবদন্তী অভিনেতা বিক্রম গোখলে (Vikram Gokhale)। ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় পুনের হাসপাতালে ভর্তি ছিলেন। ৫ দশকেরও বেশি সময় ধরে বিনোদন দুনিয়াকে তিনি ঋদ্ধ করেছেন। চলচ্চিত্র দুনিয়ায় তাঁর অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১১ সালে কেন্দ্রের তরফে সঙ্গীত নাটক আকাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়। বলিউডে তাঁর শেষ কাজ ছিল ২০২২ সালে মুক্তি পাওয়া নিকম্মা ছবিটি। বলিউডের একাধিক সুপারহিট ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে যেমন হম দিল দে চুকে সনম (Hum Dil De Chuke Sanam), হে রাম (Hey Ram), এবং মিশন মঙ্গল (Mission Mangal) ভুল ভুলাইয়া (Bhool Bhulaiyaa) ইত্যাদি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *