রাজ্যে দুয়ারে রেশন প্রকল্পে আর কোনও বাধাই রইল না। কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ফলে শীর্ষ আদালতে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। সম্প্রতি বিধানসভায় বক্তব্য রাখার সময় এই নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শীর্ষ আদালত দুয়ারে রেশন মামলায় কী জানাল? জেনে নিন বিস্তারিত খবর …

হাইলাইটস
- সুপ্রিম কোর্টে বড় জয় পেল রাজ্য সরকার।
- পশ্চিমবঙ্গে চলবে দুয়ারে রেশন প্রকল্প।
- সোমবার কলকাতা হাইকোর্টের পুরনো রায়ে স্থগিতাদেশ দিয়ে এমনটাই জানাল শীর্ষ আদালত।
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee) সম্প্রতি বিধানসভায় এই মামলা নিয়ে সরব হয়েছিলেন। এই প্রকল্প চালু রাখতে কারও গায়ের জোরের কাছে মাথা নত করা হবে না বলেও মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, “মানুষের জন্য জুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প চালু হয়েছিল। মানুষের স্বার্থেই দুয়ারে রেশন প্রকল্প চলবে রাজ্যে। সরকার কারও গায়ের জোরের কাছে মাথা নত করবে না।” একইসঙ্গে তাঁর সংযোজন ছিল, “দরকারে বিধানসভার মাধ্যমে কোর্টে আবেদন করব। যাতে বিচারের বাণী নীরবে নিভৃতে না কাঁদে।” বিধানসভার শীতকালীন অধিবেশন ওঠে দুয়ারে রেশন (Duare Ration) প্রসঙ্গ। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, “পাবলিক চায় দুয়ারে রেশন। আদালতে আবেদন করা হোক। দুয়ারে রেশন চেয়ে আমরা সুপ্রিম কোর্টে (Supreme Court In India) আদালতের রায়কে চ্যালেঞ্জ করেছি।” এরপরই মমতার সংযোজন, “আমি একা খাব, কাউকে দেব না। সেটা হবে না। এর জন্য যতদুর যেতে হয় যাব। কারও গায়ের জোরের কাছে সরকার মাথা নীচু করবে না। দুয়ারে রেশন করবই।” মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, রাজ্য সরকার ইতিমধ্যই ভুয়ো রেশন কার্ড বাদ দিয়েছে। প্রায় ৬২ লাখ কার্ড বাদ দেওয়া হয়েছে এই মর্মে। এই বিষয়টি টেনে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আমি আর বেশি কিছু বলব না। ইশারাই কাফি।”
প্রসঙ্গত, খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দফতরের সচিব জেলাশাসকে নির্দেশ দিয়েছেন দুয়ারে রেশনের জন্য আরও দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে এবার আর কোনও আইনি জট রইল না। আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল দুয়ারে রেশন নিয়ে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
