Manab Mukherjee : ‘বনধের সময় কর্মীদের সেক্টর ফাইভ পৌঁছে দিতেন’, মন্ত্রী মানবকে স্মরণ গুণমুগ্ধের – manab mukherjee cpim leader and former west bengal minister passed away salt lake cector v stake holders remember his contribution


প্রয়াত পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী মানব মুখোপাধ্যায় (Manab Mukherjee)। ২০০৬ সাল পর্যন্ত তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya) ক্যাবিনেটের এই দফতরের মন্ত্রিত্ব সামলেছেন। বামফ্রন্ট জমানার এই মন্ত্রীর সঙ্গে বরাবরই সুসম্পর্ক ছিল সল্টলেক সেক্টর ফাইভের স্টেক হোল্ডারদের। সেক্টর ফাইভকে আইটি হাব হিসেবে গড়ে তোলার পিছনে তাঁর অবদান কম নয়। এমনটাই মনে করছেন সেক্টর ফাইভের স্টেক হোল্ডাররা। সে সময় ডাকা বনধের জেরে কোনওভাবেই যাতে আইটি ইন্ডাস্ট্রিতে কোনও প্রভাব না পড়ে, কোনওভাবেই যাতে কাজ বন্ধ না হয়, তা নিয়ে কড়া নজরদারি রাখতেন মানব মুখোপাধ্যায়। তাঁর জীবনাবসানে সেই দিনগুলির কথাই উঠে এল স্টেক হোল্ডার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি কল্যাণ করের কথায়।

Manab Mukherjee CPIM : দু’বারের সেরিব্রাল অ্যাটাকের ধাক্কা, প্রয়াত সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়
এই সময় ডিজিটালকে সল্টলেক সেক্টর ফাইভের স্টেক হোল্ডার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি কল্যাণ কর বলেন, “মানববাবুর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর সাহায্য ছাড়া সে সময় আমি নিজের সংস্থার অফিস তৈরি করতে পারতাম না। ওঁর উদ্যোগেই সল্টলেকে আমার অফিস হয়েছিল।” এখানেই শেষ নয়, বনধ সংস্কৃতি একেবারেই পছন্দ করতেন না মানব মুখোপাধ্যায়। এমনটাই জানালেন কল্যাণ কর। তিনি বলেন, “বনধের জেরে কোনওভাবেই যাতে কর্মসংস্কৃতি নষ্ট না হয়, তা নিয়ে মানববাবু বরাবরই সচেষ্ট ছিলেন। বনধের জেরে কেউ অফিস পৌঁছতে না পারলে কিংবা কাজ নষ্ট হলে, সম্পূর্ণ নিজের উদ্যোগে তিনি পদক্ষেপ নিতেন।” তাঁর আরও সংযোজন, “একটা দিনের কথা খুব মনে পড়ছে। উনি তখন তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী। বিরোধীপক্ষ বনধ ডেকেছিল। আমার সংস্থার কিছু ছেলেমেয়ে অফিসে আসার সময় রাস্তায় আটকে পড়েছিলেন। কিছুতেই সল্টলেকে পৌঁছতে পারছিলেন না। অথচ গুরুত্বপূর্ণ কাজ আটকে ছিল অফিসে। আমি সঙ্গে সঙ্গে ফোন করি মানববাবুর দফতরে। উনি তখন অফিসেই ছিলেন। আমার থেকে সবটা শুনে নিজে ফোন করলেন স্থানীয় পুলিশ কর্তাকে। তারপর নিজের উদ্যোগেই পুলিশের গাড়িতে করে আমার অফিসের সেই কর্মীদের রাস্তায় থেকে পিক আপ করে সল্টলেকে পৌঁছনোর ব্যবস্থা করে দিলেন। এই দিনগুলো কখনই ভুলব না।”

Mamata Banerjee : ‘ফেভারিট’ ছিল ঘুগনি, খবর রাখতেন ভালোমন্দের! প্রিয় ‘রিনাদি’-র স্মৃতিচারণা মমতার
মানব মুখোপাধ্যায়ের গুণমুগ্ধ কল্যাণ কর আরও বলেন, “আমাদের একটা কোম্পানি ফর্ম করতে গেলে প্রথম যে জিনিসটির প্রয়োজন ছিল, তা হল জায়গা। উনি ওয়েবলের মাধ্যমে সেই জায়গার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি খুব কম সময়ের মধ্যে জায়গা পেয়েছিলাম। সবচেয়ে বড় যে সাহায্য পেয়েছিলাম তা হল বাইরে থেকে আসা ক্লায়েন্টদের আপ্যায়ন। অনেক সময় ক্লায়েন্টদের মন্ত্রীর কাছে নিয়ে যেতাম। ব্যক্তিগতভাবে দেখা করেছেন। ছুটির দিনও দেখা করতে কখনও না বলেননি। ইন্ডাস্ট্রি আনতে অনেক উদ্যোগ নিতেন। সেক্টর ফাইভে তাঁর অবদান অনস্বীকার্য।”

Meenakshi Mukherjee : ‘এরা যদি ঠিক থাকত…কারও দম থাকত না চুরি করার!’, পুলিশ-প্রশাসনের ভূমিকা মন্তব্য মীনাক্ষীর
ব্যক্তি মানব মুখোপাধ্যায় সম্পর্কেও নানা স্মৃতি আওড়ালেন সেক্টর ফাইভ স্টেক হোল্ডার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি। তিনি বলেন, “খুব মজার মানুষ ছিলেন মানববাবু। মজার কথা হত। মাঝে মাঝেই ওঁর কাছে চলে যেতাম। উনি খুব বুদ্ধিদীপ্ত মানুষ ছিলেন। আইটির মতো রুক্ষ শুষ্ক জায়গায় নিজেকে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিলেন। ছোট বড় সমস্যা মন দিয়ে শুনতেন। অনেক ভালো স্মৃতি রয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *