Prateik Babbar Birthday: প্রতীকের জন্মদিনের স্পেশাল মোমেন্ট! – bollywood actor prateik babbar celebrates birthday with his father raj babbar


Embed

প্রতীক বব্বর (Prateik Babbar) হলেন রাজ বব্বর (Raj Babbar) এবং প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের (Smita Patil) একমাত্র সন্তান। প্রতীকের জন্মদিন অন্য সবার থেকে অনেকটাই আলাদা। তাঁর জন্মদিনে একদিকে যেমন আনন্দে ভেসেছিল গোটা পরিবার তেমনই কিছুদিনের মধ্যেই এক অনন্ত বিষাদ গ্রাস করেছিল তাঁদের। প্রতীকের জন্মের ১৪ দিনের মাথায় তাঁর মা স্মিতা পাতিলের মৃত্যু হয়। ছোটবেলাটা আর পাঁচ জন স্টার কিডের (Star Kid) থেকে একেবারেই অন্যরকম কেটেছিল প্রতীকের। বাবার সঙ্গে জন্মদিনের কেক কাটলেন প্রতীক আর উপস্থিত ফটোগ্রাফারদের (Photographer) নিজের হাতে খাইয়ে দিলেন কেক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *