Subhas Sarkar Minister: ‘দক্ষিণে ভারতে যাওয়ার প্রয়োজন নেই’, বাংলার চিকিৎসকদের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রী – subhas sarkar education minister of state and bankura bjp mp praises west bengal doctors


Bankura News: মঙ্গলবার বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Bankura Sammilani Medical College and Hospital) গিয়ে চক্ষু পরীক্ষা করালেন স্থানীয় BJP সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার (Subhas Sarkar)। চক্ষু পরীক্ষা করে হাসপাতাল থেকে বেরিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। মেডিক্যাল কলেজের লোকপুর ক্যাম্পাসের চক্ষু বিভাগে পরীক্ষা করিয়ে বেরোনোর পর সুভাষ বলেন, “এই মেডিক্যাল কলেজ আমার নিজের কলেজ। এখানে আমি পড়াশুনো করেছি। এখানকার চিকিৎসকদের প্রতি আমার আস্থা রয়েছে। সেই বিশ্বাসে আমি এখানে চোখ দেখাতে এসেছি। যথেষ্ট যত্নের সঙ্গে তাঁরা আমার চক্ষু পরীক্ষা করেছেন। সাধারণ মানুষের উদ্দেশে আমি বার্তা দিতে চাই যে, পশ্চিমবঙ্গের চিকিৎসকরা যথেষ্ট ভালো এবং তাঁদের যথেষ্ট দক্ষতা রয়েছে। তাই এখান থেকে দক্ষিণ ভারতে বা বিদেশে চিকিৎসা করতে যাওয়ার কোনও প্রয়োজন নেই।”

D. El. Ed Exam 2022 : ডিএলএডের প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর
সম্প্রতি চোখের চিকিৎসা করাতে বিদেশে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে তৃণমূলের ‘নম্বর টু’-কে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, নাম না করে আজ অভিষেককে হালকা খোঁচা দিলে বাঁকুড়ার সাংসদ। যদিও তাঁকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে গিয়েছেন।

Subhas Sarkar : ‘রাজ্যের শিক্ষা ব্যবস্থা লাটে তুলে দিয়েছে…’, তৃণমূল সরকারকে বিঁধলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী
চিকিৎসার প্রয়োজনে রাজ্য থেকে অনেক মানুষ দক্ষিণ ভারতে যান। সেই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী যে খুব প্রসন্ন নয়, তাও এদিন ধরা পড়েছে। তিনি বলেন, “অনেকে সামান্য গলব্লাডার অপারেশন করানোর জন্য দক্ষিণ ভারতে যান। কেন যাবেন? আমাদের রাজ্যের চিকিৎসকরা যথেষ্ট পারদর্শী…সামর্থবানদের নিজের এলাকার, নিজের রাজ্যের সর্বশ্রেষ্ঠ চিকিৎসকদের কাছে গিয়ে চিকিৎসা পরিষেবা নেওয়া। রাশিয়ার মস্কো সফররক প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের অ্যাপেনডিক্স ধরা পড়েছিল। রুশ প্রেসিডেন্ট তাঁর চিকিৎসার বন্দোবস্ত করলেও তিনি রাজি হননি। দেশে ফিরে এসে তিনি অস্ত্রোপচার করেন।”

Subhas Sarkar : BJP-র পতাকা হাতে কেন্দ্রীয় মন্ত্রীকে গো ব্যাক স্লোগান, মাটিতে ফেলে যুবককে মার বাঁকুড়ায়
সম্প্রতি আসানসোলের জনসভা থেকে তৃণমূলকে হারাতে সবাইকে একছাতার তলায় নিচে আসার আবেদন জানিয়েছিলেন চিত্রতারকা তথা BJP নেতা মিঠুন চক্রবর্তী। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের সমবায় নির্বাচনে রাম-বাম জোট তৃণমূলকে ধরাশায়ী করেছিল। মিঠুনের মন্তব্যের পর ‘নন্দকুমার মডেল’ আরও জোরাল হয়। সেই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “CPIM-র সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। বামেরা এই রাজ্যের ভয়ঙ্কর ক্ষতি করেছে। তৃণমূল প্রতিনিয়ত নিজডের মারামারি করছে। রাজ্যের সর্বত্র বোমার কারখানা তৈরি হয়েছে। শাসকদল সবাইকে বোমা তৈরির পদ্ধতি শিখিয়েছে। এই সরকারেও পতন হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *