রায়গঞ্জের (Raiganj) সুপ্রিয়া দত্ত (Supriya Dutta) হত্যা মামলায় (Murder Case) পুলিশি তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির (Jalpaiguri) বামুনপাড়া এলাকায় প্রবালের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে মৃতার হারানো গয়না৷ এমনকি বেশ কিছু গয়না বন্ধক রেখে বেসরকারি সংস্থা থেকে ঋণ নেওয়া হয়েছিল বলেও তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ৷
হাইলাইটস
- রায়গঞ্জের সুপ্রিয়া দত্ত হত্যা মামলায় পুলিশি তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য৷
- জলপাইগুড়ির বামুনপাড়া এলাকায় প্রবালের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে মৃতার হারানো গয়না৷
- এমনকি বেশ কিছু গয়না বন্ধক রেখে বেসরকারি সংস্থা থেকে ঋণ নেওয়া হয়েছিল বলেও তদন্তে নেমে জানতে পেরেছে পুলিশ৷
এদিন এই প্রসঙ্গে সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, ‘’১৪ দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষে পুলিশ ওকে আদালতে পেশ করে৷ পুলিশি হেফাজতে থাকাকালীন ওকে জলপাইগুড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে৷ তার মধ্যে মৃতার হারিয়ে যাওয়া গয়নাগুলো রয়েছে৷ বেশকিছু গয়না বন্ধক রেখে একটি বেসরকারি ফিনান্স সংস্থা থেকে ঋণ নিয়েছিল, তারও কাগজপত্র পুলিশ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে৷’’ খুব স্ট্রং প্রমাণ মিলেছে বলেই দাবি তাঁর৷ যদিও এখনও খুনের প্রকৃত কারণ স্পষ্ট হয়নি। তিনি জানান, আজই প্রথম ওদের তরফে জামিনের আবেদন করা হয়৷ বিচারক দু’পক্ষের বক্তব্য শোনার পর জামিন নামঞ্জুর করেন এবং ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন৷
উল্লেখ্য, গত ১১ নভেম্বর শুক্রবার রবীন্দ্রপল্লিতে বাড়িতেই সুপ্রিয়া দত্ত নামে এক বধূকে নৃশংসভাবে হত্যা করা হয়। তাঁর গলার নলি কেটে খুন করা হয়। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে আসে পুলিশ। তদন্তে নেমে একটি ফুটেজ হাতে পান তদন্তকারীরা। সেখানেই মাস্ক ও টুপি পরিহিত এক সন্দেহভাজকে রবীন্দ্রপল্লির গলি থেকে খুনের কিছুক্ষণ পর বের হতে দেখা যায়। এরপরেই ওই ব্যক্তি কে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই প্রবাল সরকারকে ফালাকাটার একটি হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ এবং তাকে রায়গঞ্জ থানায় নিয়ে আসা হয়। তদন্তকারীরা জানান, পুলিশের চোখে ধুলো দিতে প্রবাল নিজের চেহারায় বদল আনার চেষ্টা করেছিল। ন্যাড়া হয়ে গিয়েছিল সে। কিন্তু, এই কীর্তিকলাপ করেও শেষ রক্ষা হয়নি। ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, এখনও তা নিয়ে তদন্ত চলছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ