কলকাতার তাপমাত্রা কত?
গত ৭২ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা (Kolkata Tenperature Today) পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছিল। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ২৭ নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ২৮ নভেম্বর ছিল ১৭ ডিগ্রিতে। ২৯ নভেম্বর তা বেড়ে দাঁড়ায় ১৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। এরপর একলাফে ৩০ নভেম্বর তা বেড়ে দাঁড়ায় ২১.৮ ডিগ্রি সেলসিয়াসে। ১ ডিসেম্বর তার চেয়ে কিছুটা কমেছে। বৃহস্পতিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু, তাও স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছ গিয়েছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। ডিসেম্বরের শুরুতে কলকাতার আকাশ সকাল থেকে পরিষ্কার এবং মেঘমুক্ত। কিন্তু, কিছুটা বেড়েছে আর্দ্রতার পরিমাণ। দিনের আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশের ঘরে। যা ডিসেম্বর মাসে সচরাচর হয় না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
শীতের পথে কাঁটা ঘূর্ণাবর্ত
এদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শীতের (Winter 2022) আমেজে আচমকাই এই ভাটা পড়ার অন্যতম কারণ দু’টি ঘূর্ণাবর্ত। যার মধ্যে একটি দক্ষিণ পূর্ব আরব সাগর এলাকায় রয়েছে। অন্যটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। যা গাঙ্গেয় বঙ্গে উত্তর পশ্চিম ভারতের বাতাস প্রবেশে বাধা সৃষ্টি করছে।
ডিসেম্বরেই জাঁকিয়ে শীত (Winter 2022)?
আবহাওয়াবিদরা জানাচ্ছে, শীত থিতু হবে চলতি মাসেই। ডিসেম্বরের ১৫ তারিখের পর থেকে জাঁকিয়ে শীত অনুভূত হবে কলকাতা সহ গোটা রাজ্যেই। চলতি সপ্তাহের উইকএন্ডেই অর্থাৎ শুক্রবারের পর থেকে ফের কিছুটা হলেও পারা পতন হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ডিসেম্বরের মাঝামাঝি তাপমাত্রা নামতে শুরু করলে জমিয়ে শীতের স্পেল দেখবে বঙ্গবাসী। এদিকে, আচমকাই শীতে এই ভাটা সাময়িক বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এ রাজ্যে রাতের তাপমাত্রা অনেকটা বেড়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আপাতত শীতের আমেজ উধাও। পশ্চিমাঞ্চলের বিহার ঝাড়খণ্ড লাগোয়া কিছু জেলা ছাড়া বাকি দক্ষিণবঙ্গে কিছুটা গরমও অনুভূত হচ্ছে।
