West Bengal News শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নাম না করে অক্টোপাসের (Octopus) মাথা বলে আক্রমণ অভিষেক বন্দোপাধায়ের (Abhishek Banerjee)৷ কাঁথির (Contai) সভায় শনিবার অভিষেক বলেন, “অক্টোপাসের মাথা এখান থেকে ২০০ মিটার দূরে বসে রয়েছে৷ যশের কোনও অভিযোগ নেই৷ কারণ তখন অক্টোপাসের মাথাটা আমাদের দলে ছিল না৷ তাই অভিযোগ নেই৷ আমফান নিয়ে অভিযোগ কারণ অক্টোপাসের মাথা পূর্ব মেদিনীপুরের দায়িত্বে ছিল৷ যত পেরেছে তোলাবাজি, দুর্নীতি করেছে৷” তিনি এর শেষ দেখে ছাড়বেন বলেও দাবি করেন৷

Abhishek Banerjee Speech: ‘…আমার সন্তানকেও ছাড়লেন না’, নাম না করে শুভেন্দুকে তোপ অভিষেকের
এরপরই নাম না করেই শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) পূর্ব মেদিনীপুরের মাটি থেকে উপড়ে ফেলার ডাকও দেন তিনি৷ বলেন, “অক্টোপাসের মাথা আমরা উপড়ে ফেলে দিয়েছি আর যাতে গজাতে না পারে, সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে৷” সঙ্গে দেন সাবধান বাণীও৷ তাঁর দাবি, ২০০ মিটার দূরের অট্টালিকায় কেউ ২৫ লাখ, কেউ ৫০ লাখ দিয়েছে পঞ্চায়েতে প্রধান হওয়ার জন্য৷ এদিনের জনসভায় তিনি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম মুখে না আনলেও, শান্তিকুঞ্জের কথা শোনা যায় তাঁর গলায়৷

Suvendu Vs Abhishek: ‘কোর্টের নির্দেশ ছিল ১০০ মিটার কিন্তু…’, অভিষেকের সভার আগে চাঞ্চল্যকর অভিযোগ শিশিরের
তিনি এদিন বলেন, “যারা ২০০ মিটার দূরে শান্তিকুঞ্জের শান্তি বজায় রাখতে টাকা পৌঁছে দিয়েছে, তারা তৈরি হও, সবার নামের তালিকা আমার কাছে তৈরি রয়েছে৷ কেউ ছাড় পাবে না৷” নিজেকে পাহারাদার বলেও দাবি করেন তিনি৷ বলেন, “এখন নজরদারির দায়িত্বে আমি৷ আমি এখন পাহারাদার৷” আর এই সভা থেকেই স্পষ্ট করে দেন যে, মানুষের সার্টিফিকেট পেলে তবেই এবার পঞ্চায়েত নির্বাচনে টিকিট মিলবে৷ পঞ্চায়েতে জিতে কাজ না করে আর কেউ পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এমনকি শুভেন্দু অধিকারীকে নাম না করে তোলাবাজ, দুর্নীতিগ্রস্থ বলেও আক্রমণ শানান তিনি৷ নাম না করে এদিন চ্যালেঞ্জও ছুড়ে দেন বিরোধী দলনেতার দিকে৷

Suvendu Vs Abhishek: শুভেন্দুর ‘দুয়ারে’ অভিষেকের সভা, ‘শান্তিকুঞ্জ’ চত্বরে মাপা হচ্ছে শব্দমাত্রা
বলেন, “১৫ দিন পর ফের এই মাঠে মিটিং হবে, তুমি তোমার খাতা নিয়ে আসবে, আমি আমার খাতা নিয়ে আসব, মানুষের সামনে উলঙ্গ যদি না করতে পারি, আমি রাজনীতির ময়দানে পা রাখব না৷” একটা কন্ট্রাক্টর, একটা ইঞ্জিনিয়ার দিয়ে পুরো নেক্সাস চালিয়েছে বলেও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ বিরোধী দলনেতাকে ‘বিশ্বাসঘাতক এবং বেইমান’ তকমা দিয়ে আগামিকাল থেকে বিশ্বাসঘাতক দিবস পালনের ডাকও দেন তিনি৷ এই মঞ্চে উপস্থিত তৃণমূল নেতৃত্বকে আজ থেকেই এই কাজে লেগে পডার নির্দেশও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *