দীর্ঘ আট বছর ধরে হার্টের জটিল সমস্যার (Heart Problems) শিকার খুশি (Khusi Sharma)। প্রথমে ওষুধে কাজ হলেও পরে সমস্যা বাড়তে থাকে। গত কয়েকমাস ধরেই বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন খুশি। নিয়মিত ভর্তি হতে হচ্ছিল হাসপাতালে। চিকিৎসকেরা জানান, একমাত্র উপায় হার্ট প্রতিস্থাপন করা হলে তবেই সুস্থ হবে খুশি । কিন্তু চাইলেও সেটা সম্ভব হচ্ছিল না উপযুক্ত অঙ্গের অভাবে। অবশেষে এদিন প্রতিস্থাপনের জন্য মেলে হার্ট।
বছর ২৩-এর রাকেশ শর্মা (Rakesh Das) ভয়াবহ পথ দুর্ঘটনার (Road Accident) শিকার হয়। ২৯ নভেম্বর এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকদের শত চেষ্টাতেও ফেরানো সম্ভব হয়নি যুবককে। ব্রেন ডেথ হয় তাঁর। এরপরই রাকেশের পরিবারের লোক তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেন। ২৩ বছরের ওই যুবকের হার্ট, লিভার ও কিডনি দান করা হয়। এদিন দুপুরেই গ্রিন করিডর করে এসকেএম থেকে হাওড়ার বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় হার্ট।
প্রতিস্থাপনের জন্য অঙ্গ (Heart Transplant) পাওয়া যেতেই আগেই তৈরি রাখা হয়েছিল খুশিকে। গ্রিন করিডরের (Green Corridor) মাধ্যমে অঙ্গ পৌঁছতেই খুশীর হার্ট প্রতিস্থাপনের অপারেশন শুরু হয়েছে। লিভার এসএসকেএম ও কিডনি দিল্লি পাঠানো হয়েছে বলে পরিবার সূত্রে খবর। অন্যদিকে রাকেশের হার্টে নবজীবন পেয়েছে খুশি। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। পরিবারের লোকেরা আশাবাদী, এবার একেবারে সুস্থ হয়ে উঠবে খুশি। হাসপাতাল ও চিকিৎসকদের সাধুবাদ জানিয়েছেন তারা।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।