Kolkata News কলকাতার রাকেশের হৃদয়ে এখন ফিরল খুশির স্পন্দন। রাজ্যে ফের মরণোত্তর অঙ্গদানে বাঁচল আরেকটি জীবন। হাওড়ার বনবিহারি বোস রোডের বাসিন্দা অষ্টাদশী খুশি শর্মা পেল রাকেশের হৃদয়। দুর্ঘটনায় ব্রেন ডেথ হয় কলকাতার লেদার কমপ্লেক্স থানা (Leather Complex Police Station) এলাকার বাসিন্দার রাকেশ দাসের। মরণোত্তর অঙ্গদানে মৃত যুবকের হৃদয় পৌঁছয় হাওড়ার (Howrah) খুশির কাছে।

দীর্ঘ আট বছর ধরে হার্টের জটিল সমস্যার (Heart Problems) শিকার খুশি (Khusi Sharma)। প্রথমে ওষুধে কাজ হলেও পরে সমস্যা বাড়তে থাকে। গত কয়েকমাস ধরেই বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন খুশি। নিয়মিত ভর্তি হতে হচ্ছিল হাসপাতালে। চিকিৎসকেরা জানান, একমাত্র উপায় হার্ট প্রতিস্থাপন করা হলে তবেই সুস্থ হবে খুশি । কিন্তু চাইলেও সেটা সম্ভব হচ্ছিল না উপযুক্ত অঙ্গের অভাবে। অবশেষে এদিন প্রতিস্থাপনের জন্য মেলে হার্ট।

Heart Surgery: বিনা সূচ-সুতোয় অপারেশন, হার্টের ভালভ প্রতিস্থাপনে যুগান্তকারী প্রযুক্তির ব্যবহার চিকিৎসকের

বছর ২৩-এর রাকেশ শর্মা (Rakesh Das) ভয়াবহ পথ দুর্ঘটনার (Road Accident) শিকার হয়। ২৯ নভেম্বর এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকদের শত চেষ্টাতেও ফেরানো সম্ভব হয়নি যুবককে। ব্রেন ডেথ হয় তাঁর। এরপরই রাকেশের পরিবারের লোক তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেন। ২৩ বছরের ওই যুবকের হার্ট, লিভার ও কিডনি দান করা হয়। এদিন দুপুরেই গ্রিন করিডর করে এসকেএম থেকে হাওড়ার বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় হার্ট।

Uttar 24 Pargana: সন্তানহারা পাড়ার তিন পরিবার, শোকে ডুবে ভাঙড়ের বামনঘাটা

প্রতিস্থাপনের জন্য অঙ্গ (Heart Transplant) পাওয়া যেতেই আগেই তৈরি রাখা হয়েছিল খুশিকে। গ্রিন করিডরের (Green Corridor) মাধ্যমে অঙ্গ পৌঁছতেই খুশীর হার্ট প্রতিস্থাপনের অপারেশন শুরু হয়েছে। লিভার এসএসকেএম ও কিডনি দিল্লি পাঠানো হয়েছে বলে পরিবার সূত্রে খবর। অন্যদিকে রাকেশের হার্টে নবজীবন পেয়েছে খুশি। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। পরিবারের লোকেরা আশাবাদী, এবার একেবারে সুস্থ হয়ে উঠবে খুশি। হাসপাতাল ও চিকিৎসকদের সাধুবাদ জানিয়েছেন তারা।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *