Mehidy Hasan Miraz | IND vs BAN: মাত্র ১৮৬ করেও জিতে যাচ্ছিল ভারত, শেষে তালগোল পাকিয়ে দিলেন মেহদি


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022) একেবারে ভরা বাজারেও কিন্তু বাইশ গজে রয়েছে তুমুল ব্যস্ততা! রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India) এই মুহূর্তে বাংলাদেশে সফররত (India tour of Bangladesh, 2022)। তিনটি ওয়ানডে ও জোড়া টেস্ট হবে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে। রবিবার অর্থাৎ আজ তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হয়ে গেল। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে রোহিত অ্যান্ড কোং বনাম লিটন দাসের (Litton Das) টাইগার্সের প্রথম ম্যাচ রুদ্ধশ্বাস থ্রিলারের চেয়ে কোনও অংশে কম ছিল না। মাত্র ১৮৬ করেও, দুরন্ত প্রত্যাবর্তনে জিতে যাচ্ছিল ভারত, কিন্তু সব হিসেব বদলে দিলেন মেহদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে বাংলাদেশ ১ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল।

মীরপুরে টস জিতে বাংলাদেশ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। শাকিব আল হাসান ও ইবাদত হোসেনের জোড়া ফলায় ভারত এদিন ১৮৬ রানে গুটিয়ে গিয়েছিল। বাংলাদেশের হয়ে ইতিহাস লেখেন তাঁদের নায়ক শাকিব। প্রথম বাংলাদেশি স্পিনার হিসাবে শাকিব ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেন। পঞ্চাশ ওভারের ক্রিকেটেও রেকর্ড করলেন তিনি। ভারতের বিরুদ্ধে এর আগে স্পিনারদের মধ্যে, আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন সাতজন। রয়েছেন মুস্তাক আহমেদ, সাকলিন মুস্তাক, মুথাইয়া মুরলীধরন, অ্যাশলে গাইলস, অজন্থা মেন্ডিস, সঈদ আজমল ও আকিলা ধনঞ্জয়। সেই এলিট ক্লাবে চলে আসেন শাকিব।

আরও পড়ুন: Shakib al Hasan | IND vs BAN: প্রথম বাংলাদেশি হিসাবে ইতিহাস শাকিবের, তাঁর পঞ্চবাণে ১৮৬ রান তুলল ভারত!

টি-২০ বিশ্বকাপের পর রোহিত-বিরাটের মতো সিনিয়র ক্রিকেটাররা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সফরে যাননি। ফের একবার অ্যাকশনে তাঁরা। এদিন রোহিত-ধাওয়ানের ওপেনিং জুটির ওপরেই ভরসা রেখেছিল ভারত। ছয় ওভারের মধ্যে প্রথম উইকেট চলে যায় ভারতের। ১৭ বলে ৭ রান করে ফিরে যান ধাওয়ান। এরপর রোহিত ফেরেন ৩১ বলে ২৭ করে। শাকিবই বোল্ড করে দেন তাঁকে। ১১ ওভারের মধ্যেই দুই ওপেনার ফিরে যান। ভারতের স্কোরবোর্ডে তখন ৪৮ রান। এরপর বিরাট (৯) ও শ্রেয়স আইয়ার (২৪) ব্যর্থ হন। পাঁচে নেমে কেএল রাহুল যা খেলার এদিন খেললেন। তিনি ৭০ বলে ৭৩ রানের এই ইনিংস না খেললে ভারতের ১০০ রান উঠত কিনা সন্দেহ! শাকিব-ইবাদত এদিন যেভাবে কামাল করছিলেন। রাহুলের পর ওয়াশিংটন সুন্দরই একমাত্র ক্রিজে কিছুক্ষণ থাকতে পেরেছিলেন। ১৯টি রান যোগ করেন তিনি। তবে এরপর শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, দীপক চাহার, মহম্মদ সিরাজ ও কুলদীপ সেনরা এলেন আর গেলেন। ভারত ৪১.২ ওভারে মাত্র ১৮৬ রান তুলতে সমর্থ হয়। শাকিব এদিন ১০ ওভার বল করে তুলে নিলেন পাঁচ উইকেটে। দিলেন ৩৬ রান। অন্যদিকে মিডিয়াম পেসার ইবাদত হোসেন ৮.২ ওভার বল করে ৪ উইকেট নিয়েছেন ৪৭ রান দিয়ে।

এই রান তাড়া করতে নেমে ২৬ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলে। দীপক চাহারের প্রথম বলেই রোহিতের হাতে ক্যাচ তুলে দেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এরপর তিনে নামা আনামুল হক ১৪ রানে ফিরে যান। মহম্মদ সিরাজের শিকার হন তিনি। এরপর ৬৩ বলে ৪১ করে ফিরে যান লিটন। এরপর শাকিবও ফিরে যান ৩৮ বলে ২৯ রান করে। তিনিও শিকার হন ওয়াশিংটনের। ২৪ ওভারের মধ্যে ৯৫ রান তুলতে গিয়ে বাংলাদেশের পাঁচ উইকেট চলে যায়। এরপর আরও তিন উইকেট বাংলাদেশ দ্রুত হারিয়ে ফেলে। তখন বাংলাদেশের স্কোর ১৩৫।

আরও পড়ুন: Rishabh Pant | IND vs BAN: সিরিজের মাঝপথেই ঋষভকে ছেড়ে দেওয়া হল! কিন্তু কেন? ধোঁয়াশা রেখে দিল বিসিসিআই!

বাংলাদেশের হয়ে দশম উইকেটের জুটিতে মেহেদি এবং মুস্তাফিজুর রহমান ম্যাচ জেতানো ইনিংস খেলেন। তাঁরা ৫১ রানের পার্টনারশিপ করেন। এরমধ্যে ৩৯ বলে ৩৮ রানই মেহেদির। এদিন বাংলাদেশের শেষ উইকেটই নিতে পারল না ভারতের কোনও বোলার। দুরন্ত কামব্যাকে ভারত প্রায় জেতা ম্যাচ ছেড়ে আসে মাঠে। ব্যাট হাতে রাজকীয় ইনিংস খেলা রাহুল উইকেটকিপিং করতে নেমে বিরাট ভুল করে ফেলেন। মেহদি যখন পাঁচ রানে ব্যাট করছিলেন, তখনই তাঁর ক্যাচ হাতছাড়া করেন রাহুল। নাহলে ম্যাচের রং অন্যরকম হতে পারত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *