Medical College: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ, সারারাত ঘেরাও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেডিক্যাল কলেজে উইনিয়ন ভোটের দাবিতে বিক্ষোভ। অধ্যক্ষের ঘরের সামনে লাগাতার অবস্থান করেন পড়ুয়ারা। রাত থেকেই ঘেরাও অধ্যক্ষ-সহ একাধিক শিক্ষক। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি পড়ুয়াদের। মেডিক্যাল কলেজে ছাত্রদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনিয়নের নির্বাচনের দাবি জানানো হলেও তা মানেনি কর্তৃপক্ষ। আলাপ আলোচনার পর আগামী বাইশে ডিসেম্বর নির্বাচনের দিন হয়েছিল। কিন্তু এরপর কর্তৃপক্ষের কাছ থেকে কোন নিশ্চয়তা না পেয়ে সোমবার বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। অধ্যক্ষের ঘরের সামনে শুরু হয় বিক্ষোভ। হুঁশিয়ারি, যতক্ষণ না নির্বাচন নিয়ে নিশ্চিত কোনও বার্তা দেওয়া হচ্ছে ততক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে।

আরও পড়ুন, Mamata Banerjee: ‘আমার মধ্যে সেই লড়াই এখনও বেঁচে আছে’, সিঙ্গুর আন্দোলনের স্মৃতিচারণায় মুখ্যমন্ত্রী

সে কারণেই অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস সহ বিভিন্ন বিভাগের প্রধানদেরকে আটকে রেখে বিক্ষোভ শুরু হয়। ঘটনাস্থলে রাত থেকেই রয়েছে বউবাজার থানার পুলিস। প্রসঙ্গত, সোমবার নির্বাচন সংক্রান্ত বিষয়ে অধ্যক্ষের অফিসে বৈঠকের কথা ছিল। সেইমতো তাঁরা বৈঠকে যোগ দিতে যান। ডাক্তারি পড়ুয়াদের অভিযোগ, সেখানে গেলে অধ্যক্ষের অফিস থেকে জানানো হয় ছাত্র সংসদ নির্বাচন হবে না। অভিযোগ, একইসঙ্গে বলা হয় মৌখিকভাবে অন্য ডাক্তারি পড়ুয়াদের যেন তা জানিয়ে দেওয়া হয়। এখানেই আপত্তি তোলেন ডাক্তারি পড়ুয়ারা। 

আরও পড়ুন, Garia Fire: বসত বাড়িতে চলছে কারখানার গোডাউন, ভয়াবহ আগুন গড়িয়ায়

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *