PM Awas Yojana Gramin : আশাকর্মীদের হেনস্থার জের, আবাস যোজনার বাড়ি পরিদর্শনে জেলার প্রশাসনিক কর্তারা – howarh district magistrate visits beneficiaries houses under pm awas yojana


Produced by Suman Majhi | Lipi | Updated: 14 Dec 2022, 8:56 am

হাওড়া গ্রামীণ জেলার কয়েকটি ব্লকে আশাকর্মীদের হেনস্থার যে অভিযোগ উঠছে তা যাচাইয়ে গ্রামে গ্রামে ঘুরলেন প্রশাসনিক আধিকারিকরা।

 

PM Awas Yojana
হাওড়া

হাইলাইটস

  • আবাস যোজনার তালিকা যাচাইয়ে গিয়ে আশাকর্মীদের হেনস্থার অভিযোগ উঠছে।
  • সেই সব সমস্যা সমাধানের জন্যই জেলার প্রশাসনিক কর্তারা মাঠে নেমেছেন৷
  • বেশ কয়েকটি জায়গায় আশাকর্মী থেকে সরকারি আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ।
PM Awas Yojana Rural মঙ্গলবার হাওড়া গ্রামীণ জেলার বেশ কয়েকটি ব্লকের গ্রামে গ্রামে ঘুরলেন জেলাশাসক (District Magistrate) থেকে পুলিশ সুপার (Superintendent of Police), মহকুমাশাসক থেকে শুরু করে BDO রা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) তালিকা যাচাইয়ে গিয়ে আশাকর্মীদের (Asha Workers) হেনস্থার যে অভিযোগ উঠছে, সেই সব সমস্যা সমাধানের জন্যই জেলার প্রশাসনিক কর্তারা মাঠে নেমেছেন৷ প্রসঙ্গত, আবাস প্লাস (Awas Plus) যোজনার তালিকায় থাকা উপভোক্তদের নাম যাচাই করতে গিয়ে হাওড়া গ্রামীণ (Rural Area Of Howrah) বেশ কয়েকটি জায়গায় আশাকর্মী থেকে সরকারি আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। এমনকি কয়েকটি ক্ষেত্রে আশাকর্মীদের তালা দিয়ে আটকে রাখার পাশাপাশি সরকারি আধিকারিকদের হেনস্থার অভিযোগ উঠেছিল গ্রামবাসীদের বিরুদ্ধে৷ প্রশাসনিক সূত্রে খবর সেইসব সমস্যা সমাধানের জন্যই জেলার আধিকারিকরা গ্রামে গ্রামে ঘুরলেন৷

Pradhan Mantri Awas Yojana : ‘অট্টালিকার মালিক’রাও আবাস যোজনার আওতায়! মাঠে নেমে ৬ জনের নাম বাদ জেলাশাসকের
এদিন শ্যামপুর ২, উলুবেড়িয়া ২ এবং আমতা ১ নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য্য। এদিন জেলাশাসক শ্যামপুর দু’ নম্বর ব্লকের বাছরি গ্রাম পঞ্চায়েত এবং আমতা এক নম্বর ব্লকের আনুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন। এছাড়াও তিনি উলুবেড়িয়া দু’ নম্বর ব্লকের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকাও পরিদর্শন করেন। এদিন উলুবেড়িয়া দু’ নম্বর ব্লকে জেলাশাসকের সঙ্গে ছিলেন হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার স্বাথী ভাঙ্গালিয়া, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আজার জিয়া সহ প্রশাসনিক আধিকারিকরা। অন্যদিকে, এদিন বাগনান ১ নম্বর ব্লকের হাটুরিয়া গ্রাম পঞ্চায়েত এবং উলুবেড়িয়া এক নম্বর ব্লকের কালীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত ) সৌমেন পাল। বাগনান এক নম্বর ব্লকের কল্যাণপুর ও বাইনান গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন DMDC দেবব্রত রায়। আমতা দু’ নম্বর ব্লকের নওপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীককুমার ঘোষ।

Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনার উপভোক্তা পাকা বাড়ির মালিক! ছবি তুলতেই পঞ্চায়েত কর্মীকে বেধড়ক মারের অভিযোগ
এদিন জেলার প্রশাসনিক আধিকারিকরা হাওড়া গ্রামীণ জেলার বেশ কয়েকটি ব্লকের কয়েকটি গ্রামের বাড়ি বাড়ি ঘোরেন৷ পাশাপাশি খোঁজখবরের পাশাপাশি তথ্যতালাশও করেন৷ উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ উঠছে৷ আর সেই সব অভিযোগ নিয়ে বারবার সরবও হয়েছে বিরোধী শিবির৷ এমনকি মাটির বাড়িতে থেকেও অনেকের নামই তালিকায় নেই বলে অভিযোগ তুলেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা৷ অনেকে আবার প্রতিবাদও করেছেন৷ এমনকি আবাস প্লাসের অধীনে সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের বেশিরভাগই অযোগ্য বলেও অভিযোগ উঠেছে৷ নিজেদের দোতলা, তিনতলা বাড়ি থাকা সত্ত্বেও, অনেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে৷ আর সেই সংক্রান্ত তথ্য যাচাই করতে গিয়ে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন জেলায় বাধার সম্মুখীন হতে হচ্ছে বলেও অভিযোগ৷ যদিও এই আশঙ্কা আগেই করেছিলেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা৷ এবার সেই সব সমস্যার সমাধানের জন্য জেলায় জেলায় ঘোরেন জেলার প্রশাসনিক কর্তারা৷

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *