Bankura Hindu High School : বাঁকুড়া হিন্দু স্কুলে ভুয়ো গ্রুপ ডি প্রার্থীর বরখাস্তের দাবিতে বিক্ষোভ DYFI-র – dyfi protested at bankura hindu high school demanding dismissal of group d candidate


বাঁকুড়া হিন্দু স্কুলে র সামনে বিক্ষোভ DYFI- এর। ‘ভুয়ো’ অশিক্ষক কর্মীর খোঁজ মিলেছে বলে দাবি।

 

Bankura Hindu High School
বাঁকুড়া হিন্দু স্কুল

হাইলাইটস

  • বাঁকুড়া হিন্দু স্কুলে কর্মরত স্থানীয় তৃণমূল নেতার ভাই উত্তম চট্টোপাধ্যায়ের নাম রয়েছে স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত তালিকায়।
  • বুধবার উত্তমকে বরখাস্তের দাবি নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে বাম যুব সংগঠন DYFI-এর।
  • বুধবার হিন্দু স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচীর নেতৃত্বে ছিলেন DYFI- এর বাঁকুড়া জেলা সম্পাদক প্রদীপ পণ্ডা।
Bankura : বাঁকুড়া হিন্দু স্কুলে (Bankura Hindu School) কর্মরত স্থানীয় তৃণমূল নেতার ভাই উত্তম চট্টোপাধ্যায়ের নাম রয়েছে স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত তালিকায়। বুধবার উত্তমকে বরখাস্তের দাবি নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে বাম যুব সংগঠন DYFI-এর। বুধবার হিন্দু স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচীর নেতৃত্বে ছিলেন DYFI- এর বাঁকুড়া জেলা সম্পাদক প্রদীপ পণ্ডা। DYFI -এর বাঁকুড়া জেলা সম্পাদক প্রদীপ পণ্ডা বলেন, আমাদের জেলায় একশো জন ‘ভুয়ো’ অশিক্ষক কর্মীর খোঁজ মিলেছে। এদের মধ্যে একজন হিন্দু স্কুলের উত্তম কুমার চট্টোপাধ্যায়। ভুয়ো নিয়োগের বিরুদ্ধে ও যোগ্যদের নিয়োগের দাবিতে আন্দোলন করা হচ্ছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, “বিগত দিনে আমরা যে দাবি করেছিলাম বর্তমানে তা সত্য প্রমাণিত। লড়াই আন্দোলন চলবে।” এ বিষয়ে হিন্দু হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন, উনি আজও স্কুলে এসেছিলেন, জেলা বিদ্যালয় পরিদর্শক যে অর্ডার কপি পাঠিয়েছিলেন তা ওঁকে দেওয়া হয়েছে। ডি.ওয়াই.এফ.আইএর বিক্ষোভ কর্মসূচী প্রসঙ্গে বলেন, ওনারা বিক্ষোভ করতেই পারেন।”

Bankura News : ‘চাকরি চোর’! বরখাস্তের দাবিতে DYFI-র পোস্টার, শোরগোল বাঁকুড়ায়
জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) প্রকাশিত তালিকায় ১১ নম্বরে নাম রয়েছে উত্তম কুমার চট্টোপাধ্যায়ের। পাশাপাশি ১২ নম্বরে নাম রয়েছে তাঁরই ভাই আদেশ কুমার চট্টোপাধ্যায়ের। বাঁকুড়া-১ ব্লকের পাতালখুরি গ্রামের বাসিন্দা আদেশ তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি ও বিকনা ক্ষীরোদ প্রসাদ স্মৃতি বিদ্যাপীঠের গ্রুপ ডি পদে কর্মরত। কমিশনের তালিকা প্রকাশের পরেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে যায় এলাকায়। তারই মধ্যে গতকাল DYFI তরফে বেআইনি ভাবে নিয়োজিত চাকরি প্রার্থীদের বরখাস্তের দাবিতে পোস্টার দেওয়া হয় এলাকায়। স্থানীয় ডিওয়াইএফআই নেতৃত্বের দাবি, শাসক দলের প্রভাব খতিয়ে তিনি এই চাকরি পেয়েছেন। অবিলম্বে বরখাস্তের দাবি সংগঠনগতভাবে জানানো হয় তাঁদের তরফে।

Bankura News : বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগ, বাঁকুড়াতে চাঞ্চল্য
হিন্দু স্কুলে গ্রুপ-ডি পদে কর্মরত উত্তম চট্টোপাধ্যায় অবশ্য মঙ্গলবার স্কুলে আসেন। তিনি জানান, “আদালতের বিচারাধীন বিষয় নিয়ে কোনও কিছু বলবো না।” তবে ফাঁকা ওএমআর শিট জমা দিয়েছিলেন কিনা এই প্রশ্নের উত্তরে ‘খেয়াল নেই’ বলেই দাবি করেন তিনি। তবে টাকার বিনিময়ে নয়, পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছেন বলে দাবি উত্তমের। উল্লেখ্য, ওএমআর শিটে কারচুপি করে গ্রুপ ডি পদে গোটা রাজ্য থেকে ১ হাজার ৬৯৮ জনের নাম পায় সিবিআই। সেই তালিকা জমা দেওয়া হয় আদালতে। আদালত সেই তালিকা প্রকাশ করার জন্য নির্দেশ দেয় কমিশনকে। তালিকাভুক্তদের ১ হাজার ৬৯৪ জন স্কুলে চাকরিও করছেন বলে জানা যায়। এবার তাঁদের খুঁজে বের করতে ডিআইদের নির্দেশ দিয়েছে এসএসসি।

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *