বাঁকুড়া হিন্দু স্কুলে র সামনে বিক্ষোভ DYFI- এর। ‘ভুয়ো’ অশিক্ষক কর্মীর খোঁজ মিলেছে বলে দাবি।
হাইলাইটস
- বাঁকুড়া হিন্দু স্কুলে কর্মরত স্থানীয় তৃণমূল নেতার ভাই উত্তম চট্টোপাধ্যায়ের নাম রয়েছে স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত তালিকায়।
- বুধবার উত্তমকে বরখাস্তের দাবি নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে বাম যুব সংগঠন DYFI-এর।
- বুধবার হিন্দু স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচীর নেতৃত্বে ছিলেন DYFI- এর বাঁকুড়া জেলা সম্পাদক প্রদীপ পণ্ডা।
জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) প্রকাশিত তালিকায় ১১ নম্বরে নাম রয়েছে উত্তম কুমার চট্টোপাধ্যায়ের। পাশাপাশি ১২ নম্বরে নাম রয়েছে তাঁরই ভাই আদেশ কুমার চট্টোপাধ্যায়ের। বাঁকুড়া-১ ব্লকের পাতালখুরি গ্রামের বাসিন্দা আদেশ তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি ও বিকনা ক্ষীরোদ প্রসাদ স্মৃতি বিদ্যাপীঠের গ্রুপ ডি পদে কর্মরত। কমিশনের তালিকা প্রকাশের পরেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে যায় এলাকায়। তারই মধ্যে গতকাল DYFI তরফে বেআইনি ভাবে নিয়োজিত চাকরি প্রার্থীদের বরখাস্তের দাবিতে পোস্টার দেওয়া হয় এলাকায়। স্থানীয় ডিওয়াইএফআই নেতৃত্বের দাবি, শাসক দলের প্রভাব খতিয়ে তিনি এই চাকরি পেয়েছেন। অবিলম্বে বরখাস্তের দাবি সংগঠনগতভাবে জানানো হয় তাঁদের তরফে।
হিন্দু স্কুলে গ্রুপ-ডি পদে কর্মরত উত্তম চট্টোপাধ্যায় অবশ্য মঙ্গলবার স্কুলে আসেন। তিনি জানান, “আদালতের বিচারাধীন বিষয় নিয়ে কোনও কিছু বলবো না।” তবে ফাঁকা ওএমআর শিট জমা দিয়েছিলেন কিনা এই প্রশ্নের উত্তরে ‘খেয়াল নেই’ বলেই দাবি করেন তিনি। তবে টাকার বিনিময়ে নয়, পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছেন বলে দাবি উত্তমের। উল্লেখ্য, ওএমআর শিটে কারচুপি করে গ্রুপ ডি পদে গোটা রাজ্য থেকে ১ হাজার ৬৯৮ জনের নাম পায় সিবিআই। সেই তালিকা জমা দেওয়া হয় আদালতে। আদালত সেই তালিকা প্রকাশ করার জন্য নির্দেশ দেয় কমিশনকে। তালিকাভুক্তদের ১ হাজার ৬৯৪ জন স্কুলে চাকরিও করছেন বলে জানা যায়। এবার তাঁদের খুঁজে বের করতে ডিআইদের নির্দেশ দিয়েছে এসএসসি।
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ