New Year Eve Traffic Guidelines : বছর শেষের হুল্লোড়ে বিঘ্ন ঘটাবে যানজট? শহরজুড়ে একাধিক ট্রাফিক রুটে পরিবর্তন – traffic guidelines in kolkata for 31st december new year eve here are the details


বছরের শেষ দিন। আনন্দে মাতোয়ারা গোটা বাংলা। নতুন বছরকে বরণ করে নেওয়ার আগে উৎসবের জোয়ারে গা ভাসাতে প্রস্তুত রাজ্যবাসী। সেজে উঠেছে শহর কলকাতাও। পার্ক স্ট্রিট (Park Street), চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ইকো পার্ক (Eco Park) থেকে শুরু করে রাতে অভিজাত ক্লাবে পার্টি, থিকথিকে ভিড় দেখা যাবে তিলোত্তমার সর্বত্রই। এমত অবস্থায় পথে গাড়ি নিয়ে বেরলে ট্রাফিক জ্যামে ফেঁসে যাওয়ার আশঙ্কা রয়ে গিয়েছে। তবে যানজট নিয়ন্ত্রণে রাখতে কোমর বেঁধে নেমে পড়েছে কলকাতা পুলিশও। লালবাজারের তরফে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একাধিক পথে একমুখী যান চলাচলের নির্দেশ দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। বেশ কিছু রাস্তা আবার বন্ধও রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই নিউ ইয়ার ইভে (New Year Eve) পথে বেরনোর আগে জেনে নিন ট্রাফিকের (Kolkata Traffic Update) খুটিনাটি …

Christmas Day : আজ পার্ক স্ট্রিট সন্ধ্যায় পরে কি ‘ওয়াকিং স্ট্রিট’
কোন কোন রাস্তা ওয়ান ওয়ে (One Way Route In Kolkata)?

> পার্ক স্ট্রিটে যাওয়ার জন্য জওহরলাল নেহরু রোড থেকে এজেসি বোস রোড পর্যন্ত একমুখী যান চলাচল হবে শনিবার রাত ২টো পর্যন্ত।

> হো চি মিন সরণীতে যান চলাচল একমুখী।

> ক্যামাক স্ট্রিট থেকে জওহরলাল নেহরু রোড পর্যন্ত যান চলাচল একমুখী। পার্ক স্ট্রিট থেকে এজেসি বোস রোড পর্যন্ত ক্যামাক স্ট্রিটে গাড়ি চলাচল করবে উত্তর থেকে দক্ষিণে।

> লিটল রাসেল এবং রাসেল স্ট্রিটে গাড়ি চলবে একমুখী।

> ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে কোনও গাড়ি যাবে না।

New Year Celebration Guidelines In Kolkata : শহরে বর্ষবরণ উদ্‌যাপনের নিরাপত্তায় ৫০০০ পুলিশ!

কোন কোন রাস্তায় গাড়ি পার্কিং করা যাবে?

> রাসেল স্ট্রিটের পূর্ব এবং পশ্চিমে

> ফ্রি স্কুল স্ট্রিটের পশ্চিমে রয়েড এবং মার্কিস স্ট্রিটের মাঝামাঝি।

> উড স্ট্রিট এবং রফি আহমেদ কিদওয়াই রোডের পশ্চিমদিকে।

> মিডলটন রোয়ে।

Eco Park Kolkata: সপ্তম আশ্চর্য টেক্কা দিল বাকি কলকাতাকে, বড়দিনে রেকর্ড ভিড় ইকোপার্কে

কোন কোন রাস্তায় গাড়ি পার্কিং নিষিদ্ধ?

> পার্ক স্ট্রিট

> ক্যামাক স্ট্রিটের উপর পার্ক স্ট্রিট থেকে মিডলটন স্ট্রিট পর্যন্ত

> ফ্রি স্কুল স্ট্রিটের উপর রিপন স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত

> রফি আহমেদ কিদওয়াই রোডের উপর রয়েড স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত

> উড স্ট্রিটের উপর শর্ট স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত

> মিডলটন স্ট্রিট

> লিটল রাসেল স্ট্রিট

> কিড স্ট্রিট

> রাসেল স্ট্রিট

> রয়েড স্ট্রিট



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *