বর্ষবরণ (New Year’s Eve 2022) শেষে বাড়ি ফিরবেন কী ভাবে?
উল্লেখ্য, বর্ষবরণ হোক বা নিউ ইয়ার (Happy New Year 2023), কোনও ক্ষেত্রেই অতিরিক্ত কোনও পরিষেবা নেই। অর্থাৎ ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি কোনও আলাদা ব্যবস্থা রাখা হয়নি। ইস্টার্ন রেল এবং সাউথ ইস্টার্ন রেল শনি ও রবিবার স্বাভাবিক নিয়মেই ট্রেন চালাবে। লোকাল ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন নেই। এ প্রসঙ্গে শিয়ালদা স্টেশনের (Sealdah Station) জনসংযোগ আধিকারিক বলেন, “কোনও বছরই ৩১ ডিসেম্বর কিংবা ১ জানুয়ারি উপলক্ষে কোনও অতিরিক্ত ট্রেন চালানো হয় না। লোকাল ট্রেনের এই রুটে এই দিনগুলোতে আলাদা করে কোনও যাত্রীচাপ থাকে না। দুর্গাপুজোর সময় যা হয়, তা বর্ষবরণের সময় হয় না। ফলে পরিষেবা বাকি দিনের মতো স্বাভাবিকই থাকবে।”
ট্রেনের পাশাপাশি কোনও স্পেশাল বাস রুটেরও ব্যবস্থা নেই। এই দু’দিনও আর পাঁচটা দিনের মতোই বাস চলবে। কলকাতা মেট্রোর (Kolkata Metro) ক্ষেত্রে ৩১ ডিসেম্বর রাতে কোনও বাড়তি মেট্রো চালানো হচ্ছে না। যদিও ১ জানুয়ারির জন্য কিছু ব্যবস্থা নিয়ে কলকাতা মেট্রো। ওই দিন ১৩০ জোড়া মেট্রোর পরিবর্তে চলবে ১৮৮ জোড়া মেট্রো। বছরের শুরুর দিনে যাত্রী ভিড় সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম মেট্রো কবি সুভাষ ও দমদম থেকে ছাড়বে সকাল ৯ টার পরিবর্তে সকাল ৬.৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো ছাড়বে সকাল ৯ টার পরিবর্তে সকাল ৬.৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো সকাল ৯ টার পরিবর্তে ছাড়বে সকাল ৭ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রোর শেষ পরিষেবা মিলবে রাত ৯টা ৪০ মিনিটে। শিয়ালদহ সেক্টর ফাইভ রুটে চলবে ৪৪ জোড়া মেট্রো। দু’ই প্রান্ত থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। শিয়ালদহ ও সেক্টর ফাইভ থেকে শেষে মেট্রো পরিষেবা মিলবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
অগতির গতি অ্যাপ ক্যাব
বর্ষবরণের রাতে অগতির গতি সেই হলুদ ট্যাক্সি কিংবা ওলা-উবের। তবে সুযোগ বুঝে অ্যাপ ক্যাবও আকাশছোঁয়া দর হাঁকাতে পারে। হলুদ ট্যাক্সিও চলে যেতে পারে নো রিফিউজাল মোডে। ফলে উল্লাসে মজে গেলেও যান পরিষেবার আকালে বাড়ি ফেরার জন্য দুর্ভোগ পোয়াতে হতে পারে শহরবাসীকে।
