Sandakphu Tour : বছর শেষে পর্যটকদের বড় ‘উপহার’! বরফে ঢাকল সান্দাকফু – sandakphu witnessed snowfall on new year eve tourists are excited


বছর শেষে পর্যটকদের জন্য দারুন উপহার। মরশুমের প্রথম তুষারপাত দেখল সান্দাকফু (Sandakphu Tour)। শুক্রবার রাত থেকেই তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছিল। শনিবার সকাল থেকেই সান্দাকফুর বিস্তীর্ণ এলাকা বরফে ঢাকা পড়ে গিয়েছে। সান্দাকফু থেকে ফালুট যাওয়ার রাস্তায় থোকা থোকা বরফ জমে রয়েছে। রাস্তায় পড়ে বরফ, গাছগাছালির ফাঁকে দেখা যাচ্ছে বরফ। দার্জিলিঙের পর্যটকরাও এবার বরফ পড়ার অপেক্ষায়। দার্জিলিঙে (Darjeeling Weather) পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সেভাবে দেখা না গেলেও রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে শৈলশহরে।

West Bengal Tourism : সাদা চাদরে ঢেকে মাঠ! ‘তুষারপাত’ শুনেই লেপচাখা ছুটছেন পর্যটকরা
প্রসঙ্গত, সান্দাকফু থেকে অপেক্ষাকৃত নীচের উচ্চতায় টংলু, টুমলিং, ফালুট, কালিপোখরি, মানেভঞ্জন সহ বিভিন্ন এলাকাতে শনিবার সকালে হালকা তুষারপাত হয়েছে। পর্যটকরা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় বরফা ঢাকা একাধিক এলাকার ছবি শেয়ার করেছেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার অর্থাৎ নতুন বছরের প্রথমদিনই ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে। প্রবল তুষারপাত শুরু হয়েছে সান্দাকফুতে। আর সেই কারণেই ওই রাস্তা যান চলাচলের পক্ষে দুর্গম হয়ে উঠেছে। সেইজন্য স্থানীয় প্রশাসন ওই এলাকায় গাড়ি চলাচল বন্ধ রাখারও কথাও চিন্তাভাবনা করছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, টুমলিং পর্যন্ত যেতে পারছেন পর্যটকরা। এর বেশি গাড়ি নিয়ে এগোনো যাচ্ছে না। ফলত টুমলিং কিংবা ধোত্রে এলাকাতেই রাতে হোমস্টেতে থেকে যেতে হচ্ছে। বড়দিন থেকে নিউ ইয়ারস ইভের এই লম্বা ছুটি কাটানোর জন্য অনেকেই সান্দাকফু ট্রিপে গিয়েছিলেন। বছরের শেষদিন এই উপহারে উচ্ছ্বসিত পর্যটকরা। সান্দাকফু এলাকার আশপাশ পর্যন্ত তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। হোটেল রুম থেকেই নিসর্গ দর্শন করতে পারছেন পর্যটকদের।

Sikkim Weather : মরশুমের প্রথম তুষারপাত সিকিমে, বরফে ঢাকল রাস্তাঘাট
এদিকে সিকিম বেড়াতে গিয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা। যাদের ভ্রমণের তালিকায় ছিল লাচেন (Lachen), লাচুং (Lachung), ছাঙ্গু লেক (Changu) এবং নাথুলা পাস (Nathu-la)। তাঁদের জন্য দুঃসংবাদ। বন্ধ নাথুলা এবং ছাঙ্গু বা Tsomgo লেক। গত কয়েকদিন ধরেই তুষার হচ্ছে ওই সমস্ত এলাকায়। আগামী কয়েকদিনেও উত্তর এবং পূর্ব সিকিমের এলাকায় ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বরফের চাদরে ঢেকে গিয়েছে ওই এলাকা এবং নাথুলা, ছাঙ্গু যাওয়ার রাস্তাও। সেই কারণে এখন ওই সমস্ত এলাকায় যাওয়ার জন্য পর্যটকদের কোনও অনুমতি দিচ্ছে না সিকিমের প্রশাসন। কিমের পুলিশ এবং পর্যটন দফতর সিদ্ধান্ত নিয়েছে, এখন Tsomgo এবং Nathu-la যাওয়ার জন্য কাউকেই অনুমতি দেওয়া হবে না। শুক্রবার থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। তাপমাত্রা নামছে হু হু করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *