Siliguri News : বর্ষবরণে অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার চাদরে শিলিগুড়ি – siliguri metropolitan police deployed more force in the occasion of new year


ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নতুন বছরর কাউন্টডাউন। মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপর ২০২২-কে বিদায় জানিয়ে ২০২৩-কে স্বাগত জানাবার পালা। বছর শেষ ও নতুন বছরের শুরুতে আনন্দে মাতোয়ারা হতেই অভ্যস্ত গোটা বিশ্ব। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজন হয়েছে পিকনিক বা পার্টির। আনন্দের মধ্যেই কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা আটকাতে তৎপর শিলিগুড়ি পুলিশ (Siliguri Metropolitan Police)। বর্ষবরণে কড়া নিরাপত্তার ব্যবস্থা শিলিগুড়িতে। শিলিগুড়ি শহরে পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে। প্রত্যেক বছরই বর্ষবরণের রাতে শহরের নানা জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। শহরের মল ও পাবগুলিতে চলে নিউ ইয়ার্স পার্টি। মাঝরাত অবধি চলে হইহুল্লোড়। শিলিগুড়ির মাটিগাড়া, সেবক রোড, হিলকার্ট রোড, সুকনা, ফুলবাড়ি সহ নানা জায়গায় বর্ষশেষ ও বর্ষবরণের জন্য পার্টির আয়োজন করা হয়ে থাকে।

Babita Sarkar: ভুল তথ্য পেশের অভিযোগ, মার্কশিটে নম্বরের গরমিল নিয়ে মুখ খুললেন ববিতা
এই কারণগুলির কথা মাথায় রেখেই এই দু’দিন শহরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পুলিশ সূত্রে খবর, শহরের মল ও পাবগুলির পাশাপাশি রাস্তাঘাটেও চলবে পুলিশ নজরদারি। মহিলাদের নিরাপত্তায় শহরে উইনার্স বাহিনীও টহল দেবে বলে জানা গিয়েছে। এবছর শহরজুড়ে নিরাপত্তার জন্য প্রায় ১১০০ পুলিশ কর্মী মোতায়েন থাকছে। এছাড়াও পুলিশের টহলদারি ভ্যানের সংখ্যা বাড়ানো হয়েছে।

NJP Station Redevelopment: যে কোনও এয়ারপোর্টকেও টেক্কা দেবে NJP, 337 কোটিতে বিরাট পরিকল্পনা রেলের!
শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী বলেন, “২৫ ডিসেম্বর থেকেই শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বর্ষশেষ ও বর্ষবরণে বাড়তি নিরাপত্তা থাকবে। শহরের প্রতিটি মলে নজরদারি বাড়ানো হয়েছে। প্রায় ১১০০ পুলিশ কর্মী মোতায়েন থাকছে শহরে। সেবক রোড, হিলকার্ট রোডে পুলিশের টহলদারি ভ্যান থাকবে। এদিকে প্রতি বছর ১লা জানুয়ারি গজলডোবায় ব্যাপক ভিড় হয়। ভোরের আলোতে কয়েক হাজার লোকজন ভিড় করেন। এবছর রবিবার থাকায় ভিড় আরও বেশী হবে। যেকারণে সেখানেও পুলিশের ন নজরদারি বাড়ানো হয়েছে। গজলডোবায় পুলিশের বিশেষ ব্যবস্থা থাকছে।” এদিকে ২৫ ডিসেম্বর থেকে বর্ষবরণ, জমজমাট শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। শনিবারও বেঙ্গল সাফারি পার্কে ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসেছেন। রবিবার ভিড় আরও বাড়বে। প্রায় ৩-৪ হাজার লোক বেঙ্গল সাফারিতে রবিবার আসবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

Howrah NJP Vande Bharat : বন্দে ভারতের উদ্বোধনে নতুন রূপে সাজছে NJP স্টেশন, থাকবেন BJP সাংসদ-বিধায়করাও
পশ্চিমবঙ্গেরআরও খবর পাওয়ার জন্য ক্লিক করুন… শিলিগুড়ির খবর পাবেন এই লিঙ্কে। প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *