এই কারণগুলির কথা মাথায় রেখেই এই দু’দিন শহরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পুলিশ সূত্রে খবর, শহরের মল ও পাবগুলির পাশাপাশি রাস্তাঘাটেও চলবে পুলিশ নজরদারি। মহিলাদের নিরাপত্তায় শহরে উইনার্স বাহিনীও টহল দেবে বলে জানা গিয়েছে। এবছর শহরজুড়ে নিরাপত্তার জন্য প্রায় ১১০০ পুলিশ কর্মী মোতায়েন থাকছে। এছাড়াও পুলিশের টহলদারি ভ্যানের সংখ্যা বাড়ানো হয়েছে।
শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চর্তুবেদী বলেন, “২৫ ডিসেম্বর থেকেই শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বর্ষশেষ ও বর্ষবরণে বাড়তি নিরাপত্তা থাকবে। শহরের প্রতিটি মলে নজরদারি বাড়ানো হয়েছে। প্রায় ১১০০ পুলিশ কর্মী মোতায়েন থাকছে শহরে। সেবক রোড, হিলকার্ট রোডে পুলিশের টহলদারি ভ্যান থাকবে। এদিকে প্রতি বছর ১লা জানুয়ারি গজলডোবায় ব্যাপক ভিড় হয়। ভোরের আলোতে কয়েক হাজার লোকজন ভিড় করেন। এবছর রবিবার থাকায় ভিড় আরও বেশী হবে। যেকারণে সেখানেও পুলিশের ন নজরদারি বাড়ানো হয়েছে। গজলডোবায় পুলিশের বিশেষ ব্যবস্থা থাকছে।” এদিকে ২৫ ডিসেম্বর থেকে বর্ষবরণ, জমজমাট শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। শনিবারও বেঙ্গল সাফারি পার্কে ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসেছেন। রবিবার ভিড় আরও বাড়বে। প্রায় ৩-৪ হাজার লোক বেঙ্গল সাফারিতে রবিবার আসবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
পশ্চিমবঙ্গেরআরও খবর পাওয়ার জন্য ক্লিক করুন… শিলিগুড়ির খবর পাবেন এই লিঙ্কে। প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল।
