ফের কমছে তাপমাত্রা, শীতের আমেজ বহাল রাজ্যে । bengal weather update the temperature is decreasing the people are feeling cold weather


অয়ন ঘোষাল: ধিরে ধিরে কমার দিকে তাপমাত্রা। ৩১ ডিসেম্বর তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি যা ১ জানুয়ারি হয় ১৭.৫ ডিগ্রি। সেই তাপমাত্রা ২ জানুয়ারি হল ১৬.৩ ডিগ্রি। আগামি ৪৮ ঘন্টায় আরও সামান্য পারাপতনের পূর্বাভাস রয়েছে। সকালে গাঢ় কুয়াশা থাকবে এবং কমবে দৃশ্যমানতা। পরে পরিষ্কার আকাশ দেখা যাবে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি আপাতত দেখা যাবে না। বছরের প্রথম সপ্তাহ এরকমই থাকবে আবহাওয়া।

কলকাতায় সকালে গাঢ় কুয়াশা দেখা যাবে। পরে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি হবে। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি ছিল। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯০ শতাংশ।

পশ্চিমবঙ্গে রাজ্যজুড়ে কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জেলাতেই সকালে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় সোমবারও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং ছাড়া আপাতত রাজ্যের আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী তিন দিন শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ দেখা যাবে। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন: Bishnupur Accident: বিষ্ণুপুরে পাল্টি খেল লরি; নন্দকুমারে জেসিবিতে ধাক্কা বাইকের, দিনভর একের পর এক দুর্ঘটনায় মৃত ৭

উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস রয়েছে। আগামী দুই থেকে তিন দিনে অন্তত চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। সমতলেও তাপমাত্রা নামার ইঙ্গিত দেওয়া হয়েছে আবহাওয়াবিদদের তরফে। মধ্য ভারতের কিছু রাজ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে জানা গিয়েছে। তবে পূর্ব ভারতে একই রকম পরিস্থিতি বজায় থাকবে আগামী তিন দিন। তারপর থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে। অন্তত ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কামারপুকুরেও বর্ণিল কল্পতরু উৎসব! ক্লিক করে দেখে নিন দারুণ কিছু ছবি…

কুয়াশা এবং শৈত্য প্রবাহের সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দেশের রাজধানী দিল্লি সহ পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তরপ্রদেশ এবং বিহারে। আগামী চার থেকে পাঁচ দিন এই ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এছাড়াও হালকা থেকে মাঝারি কুয়াশা এবং বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে। মঙ্গল এবং বুধবার দিল্লিতে শৈত্য প্রবাহের সর্তকতা রয়েছে। শৈত্য প্রবাহ ইতিমধ্যেই রয়েছে হিমাচল প্রদেশ এবং রাজস্থানে। রাজস্থানে বৃহস্পতিবার পর্যন্ত এই শৈত্য প্রবাহ চলবে। পঞ্জাব, হরিয়ানা এবং চন্ডিগড়ে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। সোম এবং মঙ্গলবার পঞ্জাব, হরিয়ানা এবং চন্ডিগড়ের কিছু অংশে শীতল দিনের সম্ভাবনা রয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *