Aliah University Student Death : গাড়ির ধাক্কায় আলিয়ার পড়ুয়ার মৃত্যু, নববর্ষের রাতে চালকের আসনে কে ছিল? তদন্তে পুলিশ – pratin khanra arrested in alia university student death will be produced to barasat court


West Bengal Local News: সোমবারই আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গাড়ি চাপা দিয়ে খুনের ঘটনায় প্রতীন খাঁড়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে টেকনোসিটি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার তাঁকে বারাসত আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংবাদপত্র ছাপাখানার ম্যানেজিং ডিরেক্টর প্রতীনের নিউটাউনে একটি ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাট কোথায় রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। পুলিশি তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন গাড়ি চালিয়ে ফ্ল্যাট থেকে ফিরছিলেন তিনি। ধৃত ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা তা মেডিক্যাল পরীক্ষা করে দেখা হবে। পুলিশি জেরার মুখে প্রতীন জানিয়েছেন, গাড়ির ধাক্কা যে কোনও লোক মারা গিয়েছে, তা তিনি জানতেন না। গাড়িতে তিনি একাই ছিলেন বলে তদন্তকারীদের জানিয়েছেন।

Aliah University Student: আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুতে গ্রেফতার গাড়ি চালক
অন্যদিকে, পড়ুয়া মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠে নিউটানের আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। পড়ুয়া মৃত্যুতে পুলিশ অভিযুক্তকে আড়াল করতে চাইছে, এই দাবি তুলে বিক্ষোভ-স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পুলিশের কাছে মূলদোষীকে গ্রেফতারের দাবি জানাতে থাকেন পড়ুয়ারা। পুলিশের তরফে যদিও তাদের নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছিল। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে নিউটাউন নারকেলডাঙা মোড়ে সামনের রাস্তা অবরোধ করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পড়ুয়াদের বেঁধে দেওয়া ২৪ ঘণ্টা সময়ের আগে মূল অভিযুক্ত প্রতীন খাঁড়াকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারী আধিকারিকদের দাবি ঘটনার দিন প্রতীন খাঁড়াই গাড়ি চালাচ্ছিলেন। ধৃতের বাড়ি বউবাজার এলাকায়।

Aliah University: আলিয়ার ছাত্রের মৃত্যুর ঘটনায় অবরোধ নিউটাউনে, দুর্ভোগে অফিস ফেরত যাত্রীরা
নববর্ষের প্রথমদিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ছাত্রের মর্মান্তিক পরিণতি হয়। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ভূগোলের ছাত্র শাকিল আহমেদের। নতুন বছরের রাতে মারাত্মক গতিতে শাকিলকে ধাক্কা মারে ওই গাড়িটি। গতি এতটাই তীব্র ছিল যে ধাক্কা খেয়ে মূল রাস্তা থেকে সার্ভিস রোডে ছিটকে পড়েন ওই পড়ুয়া। উদ্ধারকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

New Town Accident: বছরের প্রথম দিনেই ‘হিট অ্যান্ড রান’, বেপরোয়া গতির বলি আলিয়ার পড়ুয়া

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ। খোঁজ খবর নিয়ে পুলিশ জানতে পারে গাড়িটি একটি বেসরকারি কোম্পানির নামে রয়েছে। বাইপাসের ওপর থাকা একটি বেসরকারি গাড়ি সংস্থার শোরুমে ঘাতক গাড়িটি ঠিক করতে দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। সেখান থেকে ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছিল পুলিশ।

পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য ক্লিক করুন… উত্তর ২৪ পরগণার খবর পাবেন এই লিঙ্কে। প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *