জঙ্গলমহল জুড়ে আদিবাসী সংগঠনের পথ অবরোধ কর্মসূচিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস বীরবাহার।
হাইলাইটস
- জঙ্গলমহল জুড়ে আদিবাসী সংগঠনের পথ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে চিন্তায় শাসক দল।
- তাঁদের দাবি-দাওয়া নিয়ে চিন্তাভাবনা করার ব্যাপারে আশ্বাস দিলেন আদিবাসী সম্প্রদায়ের রাজ্যের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।
- আদিবাসীর সম্প্রদায়ের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী।
২০১১ সালের পর থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেদিন থেকে মুখ্যমন্ত্রীর পদে বসেছেন সেদিন থেকে আদিবাসী মানুষের শিক্ষা, স্বাস্থ্য থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা করে দিয়েছেন। আদিবাসী মানুষের পাশে ছিলেন, আছেন। পরবর্তীতে থাকবেন এটা নিশ্চিত ভাবে আমি বলতে পারি। সরকারের উপর ভরসা রাখুন। আমি আশা করব আন্দোলন থেকে ওঁরা সরে আসবেন।” ভারত জাকা মাঝি পারগানা মহলের সদস্যের মূলত দাবি ছিল, অবিলম্বে সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন, সাঁওতালি মাধ্যম স্কুল গুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগ, প্রতিটি জেলায় সাঁওতালি মাধ্যম কলেজ তৈরি, বন্ধ হোষ্টেল চালু করতে হবে। এরকম বেশ কয়েক দফা দাবিতে বুধবার সকাল ছ’টা থেকে রাজ্য ব্যাপি ১২ ঘন্টা ‘রোড চাক্কা জ্যামে’র ডাক দেয় আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল।
অবরোধকারী সংগঠন সূত্রে খবর, জেলায় জেলায় সাঁওতালি মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চরম অবহেলার শিকার। একদিকে বিষয় ভিত্তিক শিক্ষক নেই, অন্যদিকে পর্যাপ্ত বইয়ের অভাব রয়েছে। শুধুমাত্র বাঁকুড়া জেলাতে ১০৬ টি সাঁওতালি মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় ছিল। বর্তমানে তা ৫০-এ নেমে এসেছে। তাছাড়া হোস্টেল গুলি তো আগেই বন্ধ হয়েছে। এই অবস্থায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে ঐ সংগঠন সূত্রে জানানো হয়েছে। সে কারণেই আন্দোলনে নেমেছে তাঁরা। পথ অবরোধ কর্মসূচির জেরে বুধবার পশ্চিমের জেলাগুলিতে চরম যানজটের সৃষ্টি হয়। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ গোটা জঙ্গলমহল জুড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। হয়রানির মুখে পড়তে হয় জনসাধারণকে।
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ