এদিনের মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) সব জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেন, এখন থেকে ধর্ষণ বা এমন কোনও গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ এলে কোনওরকম দেরি না করে দ্রুত FIR করে তদন্ত শুরু করতে হবে। যদি সেই ক্ষেত্রে কোনও গাফিলতি হয় সেই ক্ষেত্রে তৎক্ষণাৎ জেলা পুলিশ সুপার বা বিভাগীয় কমিশনারদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে রাজ্যকে। একইসঙ্গে আদালতের এই নির্দেশের কথা বিজ্ঞপ্তি দিয়ে বা নির্দেশ জারি করে সব এসপিদের জানাতে হবে ডিজিকে। সেই নির্দেশ নিজেরা পড়ে তাতে স্বাক্ষর করে ফের জেলা পুলিশ সুপারের কাছে ডিজির কাছে পাঠাবেন। এরপরেও আবার এই ঘটনা ঘটলে পড়বে সার্ভিস বুকে দাগ। এদিন নজিরবিহীন এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা।
আনন্দপুরের (Anandapur Case) ওই গণধর্ষণে অভিযোগ না নেওয়ার ঘটনায় ইতিমধ্যে এই আদালতের নির্দেশে ওই থানার ওসি এবং বিভাগীয় ডিএসপির বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। নির্যাতিতার আইনজীবী সৌম্যজিত দাস মহাপাত্রর অভিযোগ, শুধু এই একটি ঘটনা নয়, শুধু ওই জেলা নয়, রাজ্যের আরও কিছু জেলায় এমন গুরুতর অভিযোগ রয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থার নজিরবিহীন নির্দেশে চাঞ্চল্য।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।