বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় এবার সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলাকে বদনাম করা যাবে না। ব্যবস্থা নেব।”
হাইলাইটস
- বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মমতা
- তিনি বলেন, “বন্দে ভারতে পাথর ছুড়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।”
- এই পাথর ছোড়ার ঘটনা বাংলা-বিহার সীমান্তে কিংবা বিহারের মধ্যে ট্রেন ঢুকে যাওয়ার পর ঘটেছে, জানিয়েছে রেল।
উল্লেখ্য, বৃহস্পতিবার রেলের তরফে বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা নিয়ে সিসিটিভি প্রকাশ্যে আসার পর কিছুটা সুর বদল হয়ে গেল গেরুয়া শিবিরের। এদিন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, “বিহার থেকে এমন ঘটনা ঘটেছে তা জানব কী করে?’’ পূর্বরেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, বন্দে ভারতে পাথর ছোড়ার বিষয়ে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আসা ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। অন্যদিকে, এই মর্মে ভুয়ো ভিডিয়ো ছড়ানোর অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলার মাস্টার। বন্দে ভারতে পাথর ছোড়ার একটি ভুয়ো ভিডিয়ো শেয়ার করে অপপ্রচার চালাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। ওই ভিডিয়ো বিহারের, বাংলার নয়।”
এদিকে, বারবার বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ প্রসঙ্গে এই সময় ডিজিটালকে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “আমাদের তরফ থেকে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হচ্ছে। তবে মানুষকেও তো বোঝানোর প্রয়োজন রয়েছে। তাই আমরা বোঝাচ্ছি। যাতে আর এই ধরণের হামলা না করা হয়। সরকারি সম্পত্তির ক্ষতি হলে মানুষেরই তো ক্ষতি।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ