বোমাতঙ্ক কোচবিহারে। বোমা উদ্ধারের পর চাঞ্চল্য এলাকায়।
হাইলাইটস
- ফের বোমাতঙ্ক কোচবিহার।
- বিস্ফোরণের আগেই সেই বোমা উদ্ধার করা হয়েছে।
- ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
এই বোমা উদ্ধারের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। একে অপরকে লক্ষ্য করে আক্রমন শানাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) ও রাজ্যের প্রধান বিরোধী দল BJP। তৃণমূলের (TMC) দাবি, BJP এলাকায় অশান্তি তৈরি করতে বোমা রেখেছে। তার জেরে একজন শিশু সম্প্রতি আহত হয়েছে। এবার ফের আরেকটি বোমা উদ্ধার হল। পঞ্চায়েত ভোটের আগে এলাকায় যাতে শান্তি বিঘ্নিত হয় ও মানুষজন আতঙ্কে থাকে, সেই কারনে BJP এসব কাণ্ডকারখানা শুরু করেছে। শাসকদলের এই দাবি নস্যাৎ করে BJP উলটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের দিকে আঙুল তুলেছে। তাঁদের দাবি, এলাকার তৃণমূল নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। তাঁদের মধ্যে রেষারেষি মারামারির ফল ভুগছেন সাধারন মানুষ। BJP কখনই বোমা বন্দুকের রাজনীতি করে না বলে দাবি করেছেন স্থানীয় BJP নেতৃত্ব।
পাঁচদিন আগেই নতুন বছরের শুরুতেই বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয় এক শিশু। বোমা ফেটে শিশুর জখম হওয়ার ঘটনা ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের লুটিয়ে পড়ে ওই শিশু। আহত শিশুকে সেখানে থেকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে মাথাভাঙা থানার পুলিশ। যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখানে আরও বোমা মজুত আছে কিনা, তা তল্লাশি করে দেখেছিল পুলিশ। তল্লাশির পরে সেদিন কোনও বোমা পাওয়া না গেলেও আজ কিভাবে এখানে আবার বোমার সন্ধান মিলল, সেই বিষয়ে সন্দিহান পুলিশ প্রশাসন থেকে সাধারন মানুষও।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ