Darjeeling Tour: দার্জিলিং যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ২ পর্যটকের মৃত্যু – two tourist died in a road accident in siliguri while going to darjeeling


দার্জিলিং (Darjeeling) যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর দুর্ঘটনার কবলে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নদিয়ার বাসিন্দা ওই দুই পর্যটক দার্জিলিঙের দিকে যাচ্ছিলেন। শনিবার ভোরে শিলিগুড়ি (Siliguri) মহকুমার বিধাননগরের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি চার চাকার গাড়িতে করে নদিয়া থেকে দার্জিলিং যাচ্ছিলেন সাতজন পর্যটকের একটি দল। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। পুলিশের অনুমান শনিবার ভোরে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বিধাননগরের সৈদাবাদ চা বাগানের কাছে রাস্তার পাশে একটি খারাপ হয়ে যাওয়া ট্রাক দাঁড়িয়ে ছিল। সেসময় পর্যটকদের গাড়িটি দিয়ে সজোরে ট্রাকের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পর্যটকের। আশঙ্কাজনক অবস্থায় গাড়িতে থাকা অন্য পাঁচজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম রানা চক্রবর্তী ও গণেশ সরকার। তারা দুই জনই নদীয়া জেলার বাসিন্দা।

Darjeeling Tour : NJP থেকে আরও কম সময়ে পৌঁছে যান দার্জিলিং, বিশেষ ব্যবস্থার পুলিশের
দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ বলেন, ‘শনিবার ভোর পাঁচটা নাগাদ ঘটেছে। রাস্তার পাশে একটি ট্রাক খারাপ হয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে ছিল। সেসময় নদীয়া থেকে আসা গাড়িটি ট্রাকে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনার পর পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠিয়েছে।’ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, ঠিক কী কারণে দুর্ঘটনা, গাড়িতে কেউ মদ্যপ অবস্থায় ছিল না কিনা তা খতিয়ে দেখেছে পুলিশ।

Darjeeling News: হাইকোর্টে হামরো পার্টির আর্জি খারিজ, বিপাকে দার্জিলিং পুরসভার চেয়ারম্যান
ঘটনার প্রত্যক্ষদর্শী সুমন বারিক নামের স্থানীয় এক দোকনদার বলেন, “আমার চায়ের দোকান রয়েছে। তখন বিশাল আওয়াজ পেয়ে দোকানের বাইরে বেরিয়ে দেখি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা প্রথম উদ্ধার কাজে হাতে লাগিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। গাড়িতে থাকা প্রত্যেকেই মারাত্মক জখম হয়েছিল। ঘুরতে এসে এই ধরনের দুর্ঘটনা, সত্যিই খুব মর্মান্তিক।”

Darjeeling Tour : বছর শেষে সিকিম-দার্জিলিঙে তুষারপাতের সম্ভবনা! রেকর্ড ভিড় পাহাড়ে, এক লাফে বাড়ল গাড়ি ভাড়াও
উল্লেখ্য, পর্যটকদের হয়রানি ঠেকাতে ও আরও সহজে দার্জিলিং ঘুরে দেখার ব্যবস্থা করতে সম্প্রতি ব্যবস্থা করেছিল পুলিশ। জানুয়ারিতে জাঁকিয়ে শীত পড়তে পাহাড়ের পর্যটকদের ঢল। দার্জিলিঙের যানযটের কারণে পর্যটকদের সমস্যার মুখোমুখি হতে হয়। এই অবস্থায় পর্যটকদের হয়রানি রুখতে দার্জিলিং ট্রাফিক পুলিশ (Darjeeling Traffic Police) যান চলাচলের নিয়মে বেশ কিছু বদল এনেছে। জেলা পুলিশের পক্ষ থেকে H.D Lama Road দিয়ে একমুখী যান চলাচল বা ওয়ান ওয়ে ট্রাফিক শুরু করা হয়েছে। দার্জিলিং ট্রাফিক পুলিশের ওসি বিকাশ চামলিং জানিয়েছিলেন, রবার্টসন এবং লাদেনলা রোডে যানজটের সমস্যা সমাধানের জন্য H.D Lama Road দিয়ে যান চলাচল শুরু করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *