ইডেন ফেরত ক্রিকেটপ্রেমীদের জন্য বৃহস্পতিবার বিশেষ মেট্রো চলবে শহরে। কোন স্টেশন থেকে মিলবে এই ট্রেন?
হাইলাইটস
- শহরে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কারণে এবার বাড়তি মেট্রোর ঘোষণা
- এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে এই মেট্রো ছাড়বে
- ইডেন থেকে ফেরার সময় এসপ্ল্যালেড স্টেশন থেকে দুই প্রান্তিক স্টেশনের উদ্দেশ্যে এই মেট্রো ধরা যাবে।
উল্লেখ্য, এই ম্যাচেই চোট সারিয়ে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। পাশাপাশি টিমে ফিরছেন কে এল রাহুল (K L Rahul)। ফলে ক্রিকেটপ্রেমীদের বাড়তি উৎসাহ কাজ করছে এই ম্যাচ ঘিরে। যদিও অনেকক্ষেত্রেই রাতে ম্যাচ শেষে বাড়ি ফিরতে গিয়ে কালঘাম ছুটে যায়। যানবাহনের সমস্যায় ভোগান্তির শিকার হন সকলেই। সেই সমস্যা সমাধানেই এবার শহরের ক্রিকেটভক্তদের জন্য স্পেশাল মেট্রো চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। খেলা শেষ হতে হতে রাত প্রায় সাড়ে ন’টা। আতারপর ইডেন থেকে বেরিয়ে পায়ে পায়ে এসপ্ল্যানেড পর্যন্ত এলেই পাওয়া যাবে স্পেশাল মেট্রো। ফলে বড় মুশকিল আসান ক্রিকেটপ্রেমীদের। বাকি মেট্রো স্টেশনগুলির টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেলেও এসপ্ল্যানেড স্টেশনের টিকিট বুকিং কাউন্টার খোলা থাকবে বেশি সময় পর্যন্ত। যাত্রীরা কাউন্টার থেকে স্মার্ট কার্ড রিচার্জ কিংবা টোকেন উভয়ই নিতে পারবেন।
এদিকে, কলকাতায় ফের মেট্রো বিভ্রাট। গত মঙ্গলবার দুপুরে একটি মেট্রো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। রবীন্দ্র সরোবর স্টেশনে পৌঁছতেই সেটি থামিয়ে দেওয়া হয়। রেক বাইন্ডিংয়ে সমস্যা দেখা গিয়েছিল ওই রেকে। এরপর কিছুক্ষণের মধ্যেই তা মেরামত করে ফের চালু করা হয়। কিন্তু, ওই একই রেকে রবীন্দ্র সদনেও ফের সমস্যা দেখা যায়। রেকটিতে বিদ্যুৎ সরবরাহ বিছিন্ন হয়ে যায়। তড়িঘড়ি সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় ইঞ্জিনিয়রদের। এর জেরে আপ লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যহত হয়েছিল। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেনগুলির ক্ষেত্রে প্রভাব পড়েছিল।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
