এবার বাবুঘাটের পাশাপাশি দক্ষিণেশ্বরেও গঙ্গা আরতি চালু করার কথা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। ঠিক কী বলেছেন তিনি? জেনে নিন বিস্তারিত
হাইলাইটস
- বৃহস্পতিবার থেকেই নয়া উদ্যোগ।
- বাবুঘাটে শুরু হতে চলেছে গঙ্গা আরতি।
- স্বামী বিবেকানন্দের জন্মদিন থেকেই এই উদ্যোগ শুরু করার জন্য কলকাতা পুরসভাকে নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অতীতে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার আর্জি কেন্দ্রের কাছে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কুম্ভ মেলা রাস্তার সঙ্গে সংযুক্ত। কিন্তু, গঙ্গাসাগর রেল বা রাস্তার মাধ্যমে পৌঁছনো সম্ভব নয়। সকলকে রাস্তা পার হতে হয়। অনেক সমস্যায় পড়তে হয়। যদিও সকলের সাগরে পৌঁছনোর সুবন্দোবস্ত করা হয়।” পাশাপাশি গঙ্গাসাগর মেলায় কোনও অঘটনে মৃত্যু হলে তাঁর পরিবারের জন্য পাঁচ লাখের সাহায্যের বন্দোবস্ত করা হয়েছে, জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি মেলায় যাতে কোনও অঘটনা না ঘটে সেজন্য সাধারণ মানুষকে সচেতন করেন তিনি। কেউ কোনও ভুয়ো প্রচার বা প্ররোচনামূলক কথা বললেও সেদিকে কান না দেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের তরফে ঘোষণা করা হলেই সেই মন্তব্য শোনার কথা বলেন তিনি।
রাজ্যে তৃণমূল সরকার আসার পর একাধিক উন্নয়ন হয়েছে রাজ্যে সেই কথাও বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আগে চিড়িয়াখানায় একটা গেট ছিল। এখন একাধিক গেট তৈরি করে দেওয়া হয়েছে।আগে মানুষ যাওয়ার জায়গা পেত না। শুধু একটা চিড়িয়াখানা ছিল। বাঘটা ছাড়া থাকত। বাঘের খাঁচাটা আমাকে বানিয়ে দিতে হয়েছে। আড়াই কোটি টাকা নির্মাণ করে তা তৈরি করা হয়েছে।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ