Uorfi Javed: মহিলা কমিশনে উরফি! কেন জানুন – urfi javed visits maharashtra women commission after filing complaint against bjp chitra wagh see the video


বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘের সঙ্গে উরফি জাভেদের (Uorfi Javed) বাদানুবাদ এবং বিতর্কের কথা আগেই সামনে এসেছে। কিন্তু যে মুহূর্তে চিত্রা মহারাষ্ট্রের মহিলা কমিশনের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করেন ওমনি এই বিতর্কে জড়িয়ে যায় মহিলা কমিশনের চেয়ারপার্সন রূপালী ছাকানকারের নাম। চিত্রা ওয়াঘ মহিলা কমিশনকে (Woman Commission) কাঠগড়ায় দাঁড় করান। প্রশ্ন করেন কেন উরফির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। মহিলা কমিশনের তরফে নোটিস পাঠানো হয় চিত্রা ওয়াঘকে। অবশ্য এই ক্ষেত্রে আরও কিছু যুক্তি পালটা যুক্তি আছে। কিন্তু শুক্রবার কেন মহিলা কমিশনের চেয়ারপার্সন রূপালী ছাকানকারের সঙ্গে দেখা করতে গেলেন উরফি? কী কথা হল তাঁদের? সে সব নিয়ে কোনও উচ্চবাচ্যই করলেন না উরফি জাভেদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *