Bharatiya Janata Party : ‘৩টে কেন ৩০০টা কেস দিয়েও থামানো যাবে না!’ তোপ বনগাঁর BJP বিধায়কের – bjp mla swapan majumdar once again attacked tmc leaders from gaighata


West Bengal News : থানায় অভিযোগ দায়ের হতেই আরও আক্রমণাত্মক হয়ে উঠলেন বনগাঁ (Bangaon) দক্ষিণের BJP বিধায়ক স্বপন মজুমদার (MLA Swapan Majumdar)। এদিন তিনি গলা উঁচিয়ে বলেন, “মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা করলে চেলা কাঠ ও জুতো পেটা করে লাল করে দেওয়া হবে।” প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার তিনি গাইঘাটার (Gaighata) ডুমা গ্রাম পঞ্চায়েতের দীঘাতে একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল (Trinamool Congress) নেতাদের জুতো পেটা করতে নিদান দিয়েছিলেন।

Tripura Assembly Election : ‘ক্ষমতায় এলেই ত্রিপুরাতেও লক্ষ্মীর ভাণ্ডার চালু হবে’, আগরতলায় অভিষেক
তাঁর পরিপ্রেক্ষিতে গতকাল ও আজ বনগাঁ (Bangaon), গাইঘাটা ও গোপালনগর থানায় বনগাঁ দক্ষিণ কেন্দ্রের BJP বিধায়কের (MLA Swapan Majumdar) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরেই বুধবার বিকেলে গাইঘাটার (Gaighata) জ্বলেস্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে BJP-র একটি কর্মী সভায় উপস্থিত হয়ে আক্রমণে আরও ঝাঁজ বাড়ান তিনি।

এদিন তিনি বলেন, “আমি আগে যা বলেছিলাম, আবারও বলছি, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা করলেই চেলা কাঠা দিয়ে মেরে ও জুতো পেটা করে লাল করে দেবেন। ৩টে কেন! ৩০০টা কেস দিয়েও আমাকে থামানো যাবে না। কত কেস দেবে দিক। আমি এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগেও কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করে যাব।” তিনি আরও বলেন, “আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে রীতিমতো হারের ভয়ে আছে তৃণমূল। তাই BJP কর্মীদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে কেসের পর কেস করে যাচ্ছে। কিন্তু আমিও বলে রাখছি, এসব করে আমাকে ও আমাদের কর্মীদের আটকানো যাবে না।” গত সোমবারেই তিনি এই গাইঘাটা এলাকা থেকেই তৃণমূল কর্মীদের জুতো মারার কথা বলেছিলেন স্বপন মজুমদার।

Didir Suraksha Kavach : ফের ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বিক্ষোভ, কোচবিহারের তৃণমূল চেয়ারম্যান ঘিরে প্রশ্ন গ্রামবাসীদের
তিনি বলেন, “যদি কেউ ভোট লুঠ করতে আসে তাহলে আমাদের বসে থাকলে চলবে না। কেউ ভোট লুট করতে আসলে তাকে বাধা দিতে হবে।” এরপর জুতো মারার নিদান দেন BJP বিধায়ক। বলেন, “সকলে ভাল করে শুনে রাখুন, তৃণমূলের কোনও নেতা এসে যদি চোখ রাঙায়, যদি তাদের তাবেদারি দেখাতে চায়, যদি তাদের বাপের ঘর থেকে দিচ্ছে বলতে আসে, তাহলে সটানে জুতো খুলে মারবেন। গণতান্ত্রিক দেশে সবার অধিকার রয়েছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাবে। কেউ তাবেদারি করে তাঁর ঘরের থেকে দিচ্ছে না।”

Madan Mitra On BJP : ‘কুর্সি কি পেটি বাঁধ লো…’ বিজেপিকে হুঁশিয়ারি মদনের
উল্লেখ্য, পঞ্চায়েত ভোট (Panchayat Elections) যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক নেতাদের বক্তব্যে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। রাজনীতির ময়দানে বাড়ছে কু-কথার স্রোত। আর তাতেই গা ভাসিয়ে রাজ্যের রাজনৈতিক হাওয়া গরম করছেন সব দলেরই কিছু নেতা, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *