WBCS 2023: টাকার সমস্যায় নামী কোচিং সেন্টারের WhatsApp-গ্রুপ থেকে রিমুভ, লড়াই জারি রেখে আজ বিসিএস অফিসার নবিরুল – nabirul islam cracked wbcs exam his name was removed by a popular government job training institute as unable to pay fees


WBCS Results: কোচিং ইনস্টিটিউট নয় চাকরিপ্রার্থীর জীবন গড়তে প্রয়োজন মেধা, পরিশ্রম ও একাগ্রতা। একসময় টাকা মেটাতে পারেননি বলে মুখের উপর বাদ দিয়ে দেওয়া হয়েছিল সরকারি চাকরির জন্য জনপ্রিয় এক নামকরা ট্রেনিং ইনস্টিটিউটের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল নাম। সেই অপমান যদিও সাফল্যের গতি রুদ্ধ করতে পারেনি বরং শুরু থেকে যেমন নিজের চেষ্টাতেই প্রিলিমিনারি ও মেন পরীক্ষার হার্ডল পেরিয়েছিলেন, তেমনি ইন্টারভিউয়ের শেষ ল্যাপ পেরিয়ে আজ বিসিএস এক্সজিকিউটিভ নবিরুল ইসলাম।

WBSC Results: নামী প্রতিষ্ঠান নয়, জেলা প্রশাসনের ফ্রি কোচিংয়ে পড়ে বিসিএস ক্র্যাক অনন্যার

সরকারি চাকরির বেসরকারি ট্রেনিং ইনস্টিটিউটের দুর্ব্যবহার

দীর্ঘ দিনের পরিশ্রমে একসঙ্গে WBCS Grp-A এবং GRP-B-তে ইন্টারভিউ রাউন্ডে সুযোগ পাওয়া নবিরুলইসলামের কাছে বেসরকারি ট্রেনিং ইনস্টিটিউটের এমন ব্যবহার ছিল সাংঘাতিক অপমানের। এই সময় ডিজিটালের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি বলেন, ”ইন্টারভিউ রাউন্ডের আগে প্রফেশনাল ট্রেনিং নেওয়ার কথা ভেবেছিলাম। তখনই একজন ওই ইনস্টিটিউটের কথা বলেন। তাঁর কথাতেই নাম লেখাই। আমাকে সঙ্গে সঙ্গে হোয়াটস অ্যাপ গ্রুপে নিয়ে নেওয়া হয়। এরপরেই দেওয়া হয় একটি ফর্ম ও পেমেন্টের উইংগেট। ফর্ম ফিলাপের সঙ্গে কোর্সের জন্য মোটা টাকা সাবমিটের কথা বলা হয়। কিন্তু, প্রত্যন্ত গ্রামে থাকার কারণে আমার কাছে ইউপিআই পেমেন্টের অপশন ছিল না। সেই অসুবিধার কথা উল্লেখ করে জানাই কলকাতা গিয়ে আমি পরে ওই কোর্স ফি-এর ওই টাকা মিটিয়ে দেব।”

WBCS Results: ৬ কিমি হেঁটে স্কুল, BCS ক্র্যাক করে অনটনের সংসারে আলো জ্বালালেন পরিযায়ী শ্রমিকের ছেলে

অপমানিত চাকরিপ্রার্থীর দাবি

নবিরুলের দাবি, প্রথমে প্রতিষ্ঠানের যে কর্মীর সঙ্গে কথা হয়েছিল তিনি রাজি হলেও, পরে অন্য এক ব্যক্তি তাঁকে ফোন করে পেমেন্টের জন্য তাগাদা দেন। তখন আবারও বিষয়টি বিস্তারিত তাঁকে জানানো হয় কিন্তু ফোন রাখার পরই নবিরুলদেখেন তাঁকে হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বার করে দেওয়া হয়েছে। ”ওই সময় ঘটনাটা আমাকে সাংঘাতিক আঘাত করেছিল। এমন ব্যবহার আশা করিনি। এখানে মেধা নয়, শুধু টাকাই যেন সব। এর থেকে আমি সরকারি তরফে হজ হাউসের আয়োজন করা প্রশিক্ষণ ব্যবস্থায় অনেক উপকার পেয়েছি।” জানান সরকারি চাকরিপ্রার্থী নবিরুল। প্রতিষ্ঠিত সংস্থার কোনও সাহায্য ছাড়াই নিজের প্রচেষ্টায় মুর্শিদাবাদের এই মেধাবী ছেলে আজ সফলদের তালিকায় (WBCS Executive)।

WBPSC : প্রশিক্ষণ ‘বিলাসিতা’! নিজের চেষ্টায় আইসিডি-এর লক্ষ্যভেদ ঈশিতার, সফল সুমনাও

নবিরুল ইসলামের লড়াই

মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা নবিরুল ইসলাম। শুধু আর্থিক নয়, সমস্ত ধরনের প্রতিবন্ধকতাই ছোট থেকে সঙ্গী ছিল নবিরুলের। মায়ের বিড়ি বাঁধার টাকাতেই পড়াশুনা থেকে চড়ত সংসারে হাঁড়ি। ছোট থেকেই অভাব সঙ্গী হলেও তা কোনওদিনই তাঁর স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। গ্রামের স্কুল থেকেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পাশ করার পর কলকাতার সিটি কলেজে ফিজিক্স অনার্স নিয়ে একবছর পড়ার পর জয়েন্টে সুযোগ পেয়ে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি নিয়ে ভর্তি হন যাদবপুরে ইউনিভার্সিটিতে (Jadavpur University)। হস্টেলে থেকে গৃহশিক্ষকতা করে চালাতেন পড়ার খরচ। সেখান থেকে ক্যাম্পাসিংয়ে চাকরি পেলেও নাবিরুলের আসল লক্ষ্য ছিল বিসিএস। শুধুমাত্র মেধা ও কঠোর পরিশ্রমের জোরে আজ নিজের জীবনের লক্ষ্যপূরণ করেছেন নবিরুল। বিসিএস (WBCS) -এ নম্বরের ভিত্তিতে তাঁর র‌্যাঙ্ক ১৫। মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম থেকে তাঁর এই স্বপ্নের উড়ান অনুপ্রেরণা হতে পারে আরও অনেকের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *