জানা গিয়েছে, হৃদয়পুর ও মধ্যমগ্রামের মাঝে ডাউন লাইনে সিগন্যালিং সমস্যার কারণে বারাসাত থেকে শিয়ালদা গামী সমস্ত ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বেশ কিছু সময় ধরে। শুধু ওই দুই স্টেশন নয়, এর জেরে বারাসত, হাসনাবাদ ও বনগাঁ শাখার ডাউন লাইনে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একের পর এক ডাউন ট্রেন।
বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ হৃদয়পুর ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে সিগন্যালিং সমস্যায় পরপর দুটি ট্রেন দীর্ঘ সময় ধরে হৃদয়পুর স্টেশনে আটকে পড়ে। লোকাল ট্রেনের সঙ্গে সঙ্গে আটকে পড়ে কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেসও।
রেল সূত্রে জানা গিয়েছে, সিগন্যালের কাজ হওয়ার কারণে আজ ডাউন লাইনে ট্রেন কিছুটা ধীরে চলছিল অর্থাৎ নির্দিষ্ট সময়ের থেকে কিছুটা দেরিতে চলে। সন্ধ্যায় একই কারণে দুটি ট্রেন পর পর দাঁড়িয়ে পড়ে হৃদয়পুর স্টেশনে। কারণ, তার আগেই ছিল বন্ধন এক্সপ্রেস। সেই ট্রেনকে পাশ করিয়ে পরে দাঁড়িয়ে থাকা দুটি লোকাল ট্রেনকে পাশ করানো হয়। রেল দ্রুত সিগন্যালিংয়ের কাজ সম্পূর্ণ করে রেল পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালায়। কিন্তু দিনের ব্যস্ত সময়ে বেশ কিছুক্ষণ ডাউন ট্রেন পরিষেবা বন্ধ হয়ে পড়ায় স্টেশনে স্টেশনে বিভিন্ন লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে।
উল্লেখ্য, শুধু ডাউনে নয়, যাত্রী সূত্রে জানা গিয়েছে বনগাঁ-শিয়ালদা আপ লাইনেও এর প্রভাব পড়েছে। বিকেলের পর আপ লাইনেই সিংহভাগ অফিস ফেরতা যাত্রীর ভিড় থাকে। শিয়ালদা বনগাঁর মতো গুরুত্বপূর্ণ শাখায় ট্রেন চলাচল অনিয়মিত হওয়ায় বাড়ি ফিরতে সমস্যায় যাত্রীরা। যদিও বারাসত জি আর পি ওসি জানান, বর্তমানে পরিষেবা ফের শুরু হলেও অনেক দেরিতে চলছে ট্রেন।