নবান্ন সূত্রে খবর, ২৮ মার্চ বিভিন্ন জেলায় জেলায় রাজ্য সরকারের টাকায় যে রাস্তা নির্মাণ হবে তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রাজ্য বাজেটে এই রাস্তা নির্মাণের জন্য ৩০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। ২৮ মার্চ ভার্চুয়ালি বিভিন্ন জেলায় জেলায় যে রাস্তাগুলি নির্মাণ ও সংস্কার হবে তার ভিত্তিপ্রস্থর স্থাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি করবেন।
মুখ্যসচিব বৃহস্পতিবার বৈঠক করেন জেলাশাসকদের সঙ্গে। সেই বৈঠকেই এই সিদ্ধান্তের কথা জানানো হয় জেলাগুলিকে বলে নবান্ন সূত্রে খবর। গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় এই নতুন প্রকল্পের নাম ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
চন্দ্রিমা ভট্টাচার্য জানান, জনসাধারণের স্বার্থে গ্রামীণ সড়ক উন্নয়নের উপর জোর দেওয়া হবে। এই সড়কগুলিকে আরও মজবুত এবং উন্নত করার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কের সঙ্গে সংযুক্ত করতে এই রাস্তাশ্রী প্রকল্প চালু করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, রাজ্য বাজেটের কিছুদিন আগেই সমস্ত জেলাশাসকদের নিয়ে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদি। সেই বৈঠকেই তিনি দ্রুত রাস্তা মেরামতি এবং পুনঃনির্মাণের কথা ঘোষণা করেছিলেন। এর আগে একটি প্রশাসনিক বৈঠক থেকেও রাস্তা সারাইয়ের কাজে গতি আনার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই রাজ্য বিধানসভায় নতুন ‘ রাস্তাশ্রী’ প্রকল্পের কথা ঘোষণা করা হয়।
নবান্ন সূত্রে খবর, রাজ্যের অর্থ তহবিল থেকেই এই রাস্তা নির্মাণের সমস্ত অর্থ বরাদ্দ করা হয়েছে। একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে রাজ্যের দড়ি টানাটানি লেগেই রয়েছে। সেক্ষেত্রে এই প্রকল্প যে রাজ্য নিজের অর্থ ভাণ্ডারের জোরে করছে সে বিষয়টি জেলায় জেলায় প্রচারের জন্য তুলে ধরতে উদ্ধত রাজ্য সরকার।
এপ্রিল মাস থেকেই এই প্রকল্পের কাজ পুরোদমে শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পূর্বেই বেশিরভাগ কাজ সম্পন্ন করার ব্যাপারেও কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে বলে খবর।