বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভা অঞ্চলে। জানা গিয়েছে, গভীর রাতে একটি ইনোভা গাড়ি সোনারপুর মোড় থেকে রাজপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি দেখে সোনারপুর থানার টহলদারি টিমের সন্দেহ হয়। চেক করার জন্য গাড়িটিকে ধাওয়া করতেই আচমকা গতিবেগ বাড়ায় গাড়িটি।
তড়িঘড়ি পুলিশের নজর এড়িয়ে পালাতে গিয়ে সোনারপুরের বারেন্দ্রপাড়া শনি মন্দিরের কাছে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে ইনোভা গাড়িটি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটিতে মোট তিনটি গরু ছিল। ইনোভা গাড়ির পিছনের সিট খুলে তিনটি গোরুকে রাখা হয়েছিল। মুখ এবং পা বেঁধে শুইয়ে রাখা হয়েছিল একটি গোরুগুলিকে। দুর্ঘটনায় একটি গোরু মারা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বাকি দুটি গোরুকে উদ্ধার করেছে পুলিশ বলে খবর।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, বাইরে থেকে দেখে যাতে দেখে সন্দেহ না হয় তার জন্য ইনোভা গাড়ি করে গোরু পাচারের কাজ করা হচ্ছিল বলে মনে করছে পুলিশ। সম্প্রতি গোরু পাচারের এই ট্রেন্ড সামনে এসেছে। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান ঘটনার তদন্ত করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। গোরু গুলিকে উদ্ধার করে আনা হয়েছে। চলছে মালিকের খোঁজ।
সম্প্রতি সোদপুরেও এইভাবে ছোট প্রাইভেট গাড়িতে করে গোরু পাচারের ছক বানচাল করে পুলিশ। নজর এড়িয়ে পালাতে গিয়ে সোদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিটি রোডের ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। গোরু-সহ গাড়িটিকে আটক করে খড়দহ থানার পুলিশ। উল্লেখ্য, সেটায় ছিল শাসকদলের পতাকা। সেবার ভোরের দিকে গাড়িটিকে পাকড়াও করেছিল পুলিশ।