জনসাধারণের কাছ থেকে সরাসরি অভিযোগ জানতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে পূর্ত দফতর। আপনার এলাকায় রাস্তা, কার্লভার্ট বা সেতু মেরামতির প্রয়োজন হলে সরাসরি হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন রাজ্য সরকারের পূর্ত দফতরকে। 9073362000 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনার এলাকার রাস্তা, সেতু সংক্রান্ত সমস্যার কথা।
যে কোনও নাগরিক তাঁর এলাকার নাম, ওয়ার্ড বা পঞ্চায়েত সংক্রান্ত তথ্য, রাস্তার নাম এবং ঠিকানা সহ এই নম্বরের যোগাযোগ করতে পারেন। তবে শুধুমাত্র রাস্তা মেরামতি, সংস্কার বা পুনঃনির্মাণ নয়, রাস্তার কাজ সংক্রান্ত অভিযোগও জানানো যাবে এই নম্বরে। এলাকায় পূর্ত দফতরের কাজ সম্পন্ন হওয়ার পর যদি মনে হয়, অপর্যাপ্ত ইমারতি দ্রব্য অথবা কম বা খারাপ গুণমানের উপকরণ দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে, সেই সংক্রান্ত আপনার অভিযোগ, বা কোনও তথ্য তুলে ধরতে পারেন এই নম্বরে।
সড়ক নির্মাণ নিয়ে আপনার মতামত, বিবেচনা বা অভিযোগ জানানোর জন্য পূর্ত দফতরের তরফে এই যোগাযোগ নম্বরটি তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় ‘রাস্তাশ্রী’ প্রকল্পের কথা ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য জানান, জনসাধারণের স্বার্থে আগামী দিনে গ্রামীণ সড়ক উন্নয়নের উপর জোর দেওয়া হবে।
এই সড়কগুলিকে আরও মজবুত এবং উন্নত করার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কের সঙ্গে সংযুক্ত করতে এই রাস্তাশ্রী প্রকল্প চালু করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। চলতি মাস থেকেই রাজ্যে প্রায় ১২ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার, পুনঃনির্মাণ করার জন্য মোট ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।
আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই এই প্রকল্পের অধিকাংশ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চ বিভিন্ন জেলায় জেলায় রাজ্য সরকারের টাকায় যে রাস্তা নির্মাণ হবে তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ২৮ মার্চ ভার্চুয়ালি বিভিন্ন জেলায় জেলায় যে রাস্তাগুলি নির্মাণ ও সংস্কার হবে তার ভিত্তিপ্রস্থর স্থাপন হবে। এ ব্যাপারে ইতিমধ্যেই সমস্ত জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদি।