গত পাঁচ দিন ধরে তুমুল হইচই গোটা দেশে। একই বছরে দুটি ভারতীয় ছবির অস্কার স্বীকৃতি। শিরোনামে RRR-এর নাটু নাটু গান (natu Natu Song) এবং দি এলিফ্যান্ট উইসপারার্স (The Elephgant Whisperers)। এই দুই ছবিতেই আবার রয়েছে দ্য গ্রেট বং কানেকশন। নাটু নাটুর জনপ্রিয় নাচো নাচো গানটি তর্জমা করেছেন বঙ্গ ললনা রিয়া মুখোপাধ্যায়। দ্য এলিফ্যান্ট উইসপারার্সের এডিটর Sanchari Das Mollick। তবে মৃণাল সেনের (Mrinal Sen) যোগটা ঠিক কোথায়? জানতে দেখুন ভিডিয়ো।