West Bengal Weather Forecast: রবিবাসরীয় ছুটিতে বাধ সেজেছে কালবৈশাখী। ঝড়-বৃষ্টিতে রবিবারের সাধের উইকএন্ড ট্রিপে চোনা। বাঙালির সপ্তাহ শেষের রিফ্রেশমেন্ট দিঘা ট্যুরেও ছন্দপতন বৃষ্টি ও কালবৈশাখীর জেরে।

জেলায় জেলায় রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার। আবহাওয়ার পূর্বাভাস মতোই জেলায় জেলায় কালবৈশাখীর তাণ্ডব। ঝড়ের সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টিপাত একাধিক জেলায়। এদিন অর্থাৎ রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও সকাল থেকে চলছে বৃষ্টিপাত। সন্ধ্যার পরও এই ছয় জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

Kolkata Rain : কালবৈশাখীর দোসর নিম্নচাপ, দিনভর বৃষ্টি রবিবাসরীয় কলকাতায়, কবে কাটবে দুর্যোগ?

কালবৈশাখীর তাণ্ডব দেখা গেল পূর্ব মেদিনীপুরেও। এগরা, রামনগর,দীঘা কাঁথি সহ জেলা জুড়ে ঝড় বৃষ্টি। কোথাও কোথাও প্রবল বৃষ্টি আবার কোথাও কালবৈশাখীর ঝড়ো হাওয়া। রামনগর, দিঘা বিভিন্ন অঞ্চলে কিছু কিছু জায়গায় হাওয়ার দাপটে ভেঙ্গে যায় ঘরবাড়ি থেকে গাছপালাও।

কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবের সঙ্গে শিলা বৃষ্টি হয়েছে একাধিক জায়গায়। এই শিলা বৃষ্টির জেরে ক্ষতি হয়েছে ঘরবাড়ি থেকে চাষবাস। রামনগরের কিছু কিছু অঞ্চলে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পান চাষ। বিকেল থেকেই বাড়ে বৃষ্টি ও ঝড়ে তীব্রতা। ঝড়বৃষ্টিতে জেলার কিছু কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কালবৈশাখীর ছোবলে ছুটির দিনে কিছুটা ব্যাহত জনজীবন।

Darjeeling Tour : ঝমঝমিয়ে শিলাবৃষ্টি-ঝোড়ো হাওয়া, পাহাড় থেকে সমতলে ‘হাওয়া খারাপ’

ঝড়-বৃষ্টির জেরে দিঘায় অসুবিধেয় পর্যটকেরা। ঝোড়ো হাওয়া আর বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য হলেও কমেছে। অন্যদিকে, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ায় অন্যদিনের থেকে উত্তাল সমুদ্র। সেই সমুদ্রে স্নানের মজা নিচ্ছেন পর্যটকদের একাংশ তো আরেকজনদের মতে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির কারণে বেশিক্ষণ সমুদ্রে থাকা যাচ্ছে না।

Sikkim Tourism : সান্দাকফুতে তুষারপাত, সিকিম বেড়াতে গিয়ে বিপাকে বহু পর্যটক!

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৭ থেকে ২০ মার্চের মধ্যে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং পার্শ্ববর্তী কচ্ছ থেকে বাংলাদেশের দিকে আবহাওয়ার গভীর একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। যা বিস্তৃত হয়েছে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও। একই সঙ্গে বঙ্গোপসাগরের উপর থেকে আর্দ্র হাওয়াও ভেসে আসছে । গুজরাট থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখার প্রভাবেই ঝড়-বৃষ্টি হবে৷ আবহাওয়া দফতরের সূত্রে খবর, আগামী সোমবার পর্যন্ত চলবে এমন ঝড়-বৃষ্টি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *