Asansol News: আসানসোল উত্তর থানা থেকে আসানসোল আদালতে রবিবার সকালে পেশ করা হয় জিতেন্দ্র তিওয়ারিকে। কড়া নিরাপত্তায় আসানসোল উত্তরখানা থেকে আসানসোল আদালতে নিয়ে আসা হয় তাকে। সেখানেই তাঁকে পেশ করা হয়। আদালতে ঢোকার মুখে বিজেপি নেতা জিতেন্দ্র জানান,”পুলিশ নয় তৃণমূল নয় ২০২৪ এ এর জবাব দেবে আসানসোলের মানুষ।”


গভীর রাতে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে আসানসোলে পৌঁছাল পুলিশ। রাত প্রায় দুটো নাগাদ আসানসোল উত্তর থানায় জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে আসা হয়। কলকাতা থেকে সড়কপথে তাকে নিয়ে আসা হয়। শনিবারই যমুনা এক্সপ্রেস ওয়েতে দিল্লিতে গ্রেফতার করা হয়েছিল জিতেন্দ্রকে। তারপর সেখান থেকে বিমান সহযোগে দমদমে নিয়ে আসা হয়। কলকাতায় স্বাস্থ্য পরীক্ষার পর তাকে সড়কপথে আসানসোলে নিয়ে আসা হয়।

Jitendra Tiwari Arrest: গ্রেফতার BJP নেতা জিতেন্দ্র তিওয়ারি
রাত দুটো নাগাদ আসানসোল উত্তর থানায় তাকে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার সকালেই আদালতে তোলা হবে বলে জানা গিয়েছিল। সেই মতো আদালতে যাতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা না হয় সে কারণে ব্যবস্থা নেওয়া হয়।

Anubrata Mondol News: রাতে চলছে অক্সিজেন, ED হেফাজতে অসুস্থ অনুব্রত মণ্ডল
আদালত চত্বরে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে কমব্যাট ফোর্স। সকাল থেকে পুলিশ দিয়ে আসানসোল উত্তর থানাকে ঘিরে ফেলা হয়েছে । অন্যদিকে, আসানসোল আদালতেও রয়েছে প্রচুর পুলিশ বাহিনী। জিতেন্দ্র তেওয়ারি শনিবার রাতে যখন আসানসোল উত্তর থানায় ঢোকেন, তখন তিনি বলেন, ”ওঁদের নতুন স্লোগান বদলা চাই। পাশাপাশি পুলিশদের তাকে টেনে নিয়ে যাওয়া দেখে পুলিশদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন দোর্দণ্ডপ্রতাপ এই নেতা।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *