নিয়োগ দুর্নীতি মামলায় এবার শান্তনু বন্দ্যোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ প্রোমোটার এবং বলাগড়ের সিভিক পুলিশ! শনিবার শান্তনুর রিসর্ট এবং বাড়িতে অভিযান চালিয়েছিল ED। সেখানে টানা টানা ১১ ঘণ্টা তল্লাশির পর ED-র হাতে আটক প্রোমোটার অয়ন শীল। শনিবার সন্ধ্যা নয়টা নাগাদ আটক করা হয়েছে তাঁকে।

সূত্রের খবর, তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। একইসঙ্গে বেশ কিছু ফাইলও হাতে এসেছে গোয়েন্দাদের। ABS টাওয়ারে ওই আবাসনে শান্তনুর ফ্ল্যাটের পাশেই ছিল অয়নের ফ্ল্যাট।

Shantanu Banerjee : তালা ভেঙে শান্তনুর রিসর্ট-বাড়িতে ED অভিযান, মিলল বিপুল সম্পত্তির হদিশ
শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ চুঁচুড়ার জগুদাস পাড়ার ফ্ল্যাটে ঢোকেন ED-র আধিকারিকরা। ফ্ল্যাটের চাবি পাওয়া না যাওয়ায় তালা ভাঙতে ডাকা হয় চাবিওয়ালা ববি পালকে। জানা গিয়েছে, ফ্ল্যাটের ভেতরে কার্যত চিরুনি তল্লাশি চালানো হয়েছে। একাধিক ফাইল সেখান থেকে পেয়েছেন গোয়েন্দারা, সূত্রের খবর এমনটাই।

এরপরেই রাত নটা নাগাদ অয়নকে আটক করে ED। যদিও গাড়িতে ওঠার সময় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি অয়ন। অন্যদিকে, শনিবার সকাল ১০ টা নাগাদ শান্তনুর রিসোর্টে তল্লাশি চালান ED আধিকারিকরা। সেখানে বলাগড় থানার সিভিক ভলান্টিয়ার নিলয় মালিক, শ্রীপুর বলাগড় পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিশ্বরূপ প্রমাণিক ও আকাশ ঘোষকে দীর্ঘক্ষণ জেরা করা হয়।

WB Recruitment Scam : আঁতাঁত ‘ত্রিমূর্তি’র, চাকরির কুশীলব কুন্তল-তাপস-শান্তনু
পরে দুপুরে শান্তনুর রিসর্টের অদূরে পূর্ণচন্দ্র ঘোষের বাড়িতে যায় ED। সেখান থেকে দুটি ব্যাগে করে হার্ডডিস্ক নিয়ে আসা হয়, সূত্রের খবর এমনটাই। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ বলাগড় থেকে বেরিয়ে যান ED আধিকারিকরা। সূত্রের খবর, আকাশ, নিলয় ও বিশ্বরূপকে আগামী সপ্তাহে CGO কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে।

Shantanu Banerjee : আকাশকে বাড়ি থেকে তুলে গঙ্গাপাড়ের রিসর্টে ED, কলেজের এই ক্লার্কই শান্তনুর ছায়াসঙ্গী?
এদিকে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর তাঁর শাশুড়ি দাবি করেছিলেন, “জামাই নির্দোষ”। এবার একই কথা শোনা গেল তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠেও। তিনি দাবি করেন, “স্বামীর কিছু সম্পত্তির বিষয়ে জানলেও পুরোটা জানতাম না। ওর যে ২০ কোটির মতো সম্পত্তি রয়েছে সেই বিষয়টি আমার জানা নেই। ও বিয়ের আগে থেকে রাজনীতি করত।”

Kuntal Ghosh Wife : চাকরি বিক্রির টাকার ভাগ পেত কে কে? কুন্তলের ‘কুকীর্তি’ জানতে স্ত্রীকে ED-র তলব
তাঁকে তৃণমূল থেকে বহিষ্কার করা প্রসঙ্গেও উল্লেখযোগ্য মন্তব্য করেন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। তিনি বলেন, “দল তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। শান্তনু এখনও দোষী বলে প্রমাণিত হয়নি। এই পুরো বিষয়টি বিচারাধীন। আমরা সুরক্ষিত বোধ করছি না। আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published.